কতিপয় উপদেশ মূলক বাক্য
কতিপয় উপদেশ মূলক বাক্য
১।সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয়। চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারো সঙ্গেই বন্ধুত্ব হতে পারে।
২।আত্মকেন্দ্রিকতা ও 'আমারটা আগে'এ দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় পরিণত করে। আর বিনয়, সহানুভূতি ও উপকার যত ক্ষুদ্রই হোক জীবনকে প্রাণবন্ত ওহাস্যোজ্জ্বল করে তোলে।
৩।আপনার সময় নেই-- এ অজুহাত গ্রহনযোগ্য নয়। কারণ সময় কোন কাজে ব্যয় করবেন তা নির্ধারণের অধিকার আপনার রয়েছে।
৪।যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই'না' বলুন।
৫।শোষিতরা শোষিতের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। যে কখনো সম্মান পায় নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয়।
শ্রেষ্ঠ চারটি কথা হলো :
১. সুবহানাল্লাহ - আল্লাহ পবিত্র ,
২. আল হামদুলিল্লাহ - সমস্ত প্রশংসা আল্লাহর ,
৩. লা - ইলাহা ইল্লাল্লাহ - আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই,
৪. আল্লাহু আকবর - আল্লাহ মহান। [ সহীহ মুসলিম ]
আপনি কি জানেন একটি গাড়ির ফ্রন্ট মিরর এত বড় আর পেছনে দেখার মিরর এত ছোট হয় কেন?
কারন
ভবিষ্যত অতীতের চেয়ে ঠিক অতটাই বেশি গুরুত্বপূর্ন
তাই অতীত নিয়ে ভেবে সময় নষ্ট না করে সামনে এগিয়ে যান।
একজন শিশুর কাছে আমাদের তিনটি জিনিষ শেখার আছেঃ
কোনো কারন ছাড়াও সবসময় সুখী থাকা
সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকা
নিজের যেটা চাই তা সর্বোচ্চ শক্তি দিয়ে চাইতে শেখা।
সর্বপ্রথম যে ক্ষমা চাইতে পারে সে হল সবচেয়ে সাহসী
সর্বপ্রথম যে ক্ষমা করে সে সবচেয়ে দৃঢ় মানসিকতার অধিকারী
সর্বপ্রথম যে কারো অপরাধ ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী :)
জীবনে কোনো আঘাত পেয়ে থাকলে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সেদিকে আর না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়া।আপনি কষ্ট পাচ্ছেন তা কাউকে দেখার সন্তুষ্টি দেয়াটা বোকামী।
পৃথিবীর সৌন্দর্য্য উপলদ্ধির জন্য সবার আগে নিজের সৌন্দর্য্যের সন্ধান লাভ করতে হয়।
অন্যের যে কোনো উপকার করতে সবসময় প্রস্তুত থাকুন, তা যত ক্ষুদ্রই হোক না কেন। ছোট ছোট এই উপকারগুলোই অন্যের হৃদয়ে আমাদের জন্য অনেক বড় জায়গা তৈরী করে।
তোমার যা নেই তার পিছনে ছুটে
যা আছে তা নষ্ট করো না, মনে রেখো,
আজকে তোমার যা আছে, গতকাল
তুমি সেটার পিছনে ছুটেছিলে |
___ এপিকিউরাস
যখন তুমি কাউকে গুরুত্ব দাও
তখন সে ভাবে
তুমি সবসময় ফ্রী থাক
কিন্তু
সে বোঝেনা
তুমি নিজেকে সবসময়
তার জন্যে ফ্রী বানাও........
No comments