কিছু কালজয়ী উপদেশ-২
|
একটি মিনিট হয়তো আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে না কিন্তু প্রতিটি মিনিটের যথাযথ কার্যকর ব্যবহার আপনার জীবনের সুন্দর পরিবর্তনের নিশ্চয়তা দেয়।
অন্য কারো হাতে তোমার সুখের দায়িত্ব দিও না,
সে হারিয়ে গেলে সুখকেও আর খুঁজে পাবে না। |
কখনো কখনো তোমাকে এটা উপলব্ধি করতে হবে এবং মেনে নিতে হবে যে কিছু মানুষ শুধু তোমার হৃদয়েই থাকবে, জীবনে নয়।
|
কঠিন মানে এই নয় যে সেটি অসম্ভব। বরং, কঠিন মানে এই যে, সেটি অর্জনে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।
যতক্ষণ না তোমার স্বপ্ন পূরণ হচ্ছে ততক্ষণ স্বপ্ন দেখা ছেড়ো না ।
|
জীবনকে যদি একটা ৩ ঘণ্টার মুভি মনে করেন, তবে দেখবেন- প্রথম ভাগে শৈশব, ২য় ভাগে যৌবন আর শেষ ভাগে বার্ধক্য...
আপনার এই মুভিতে আপনিই নায়ক, আপনিই নায়িকা-ভিলেন-প্রযোজক-পরিচালক। আর উপর থেকে কেউ একজন দেখছেন সব, তিনি হলেন "দর্শক"।। এখন আপনিই ঠিক করেন, কিভাবে সাজাবেন আপনার জীবনে মুভিকে...কতোটা সুন্দর করে গড়বেন "জীবন" নামের এই মুভি। |
প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু তুমি যদি ভাগ্যবান হও তবে হয়তো তার দেখা পাবা যে তোমার জন্য উপযুক্ত, কিন্তু এটা এজন্য নয় যে সে তোমার জন্য সম্পূর্ণ যথার্থ অথবা তুমি তার জন্যে যথার্থ।
এটা এজন্য যে তোমরা দুজন মিলে দুজনকে সম্পূর্ণ করো। |
আপনার জীবনে আসা কোন দিনকে কখনো দোষ দিবেন না। একটি ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দিবে, কিন্তু একটি খারাপ দিন আপনাকে দিবে অভিজ্ঞতা।
আমাদের জীবনে এই দুইটিরই বড় রকমের প্রয়োজন আছে। মনে রাখবেন, সুখ- দুঃখ, আনন্দ-বেদনা সব কিছুই আমাদের জীবনে পর্যাপ্ত শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন। |
যখনই সুযোগ পান প্রানখুলে হাসুন,
বলা হয়ে থাকে যে এটাই পৃথিবীর সবচেয়ে কমদামী ওষুধ :) |
আপনার প্রত্যয়পূর্ণ পরিশ্রমী কাজের আজকের ফলাফলটা হয়ত আপনার প্রত্যয় কিংবা পরিশ্রমকে সঠিকভাবে ব্যাখ্যা করে না ,কিন্তু তাতেই বা আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার ভবিষ্যৎটাও ঠিক আজকের মতই থাকবে ??
আজকের ফলাফলটা হয়তো আজকে আপনার জন্য মুখ্য হতে পারে,কিন্ত আপনার প্রত্যয়,পরিশ্রমটা সম্ভবত তার থেকেও বেশি মুখ্য । অসম্ভব প্রত্যয়ী,পরিশ্রমী একজন মানুষ ১ টা নির্দিষ্ট peak অবশ্যই ছুঁতে পারে,অবশ্যই পারে। আরও সাফল্যময় প্রভাতের অপেক্ষায়, শুভ রাত্রি। |
আপনি যদি একশজনকে বন্ধু বানান তবে তাকে কোনো চমৎকার ঘটনা বলা হবে না, চমৎকার ঘটনা হচ্ছে এমন একজনকে বন্ধু বানানো, একশ জন আপনার বিরুদ্ধে গেলেও যে বন্ধুটি অবশ্যই আপনার পাশে দাঁড়াবে।
|
মানুষের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ "নিজেকে আবিস্কার করা।"
আর এরপরের চ্যালেঞ্জই হলো, "আপনার যা আছে, তা নিয়ে সুখি হওয়া।" |
হাসুন কারন হাসিই হলো একমাত্র চাবি যেটা পৃথিবীর সব মানুষের হৃদয়ের তালাটি খুলতে সক্ষম।
|
আমার বয়স যখন ১৭ ছিল, তখন আমি একটা উদ্ধৃতি পড়েছিলাম—‘তুমি যদি প্রতিটি দিনকেই তোমার জীবনের শেষ দিন ভাব, তাহলে একদিন তুমি সত্যি সত্যিই সঠিক হবে।’ এ কথাটা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল এবং সেই থেকে গত ৩৩ বছরআমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি—আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি যা যা করতে যাচ্ছি, আজ তা-ই করতাম, নাকি অন্য কিছু করতাম? যখনই এ প্রশ্নের উত্তর একসঙ্গে কয়েক দিন ‘না’ হতো, আমি বুঝতাম, আমার কিছু একটা পরিবর্তন করতে হবে।
- প্রয়াত স্টিভ জবস |
যদি এক ফোটা পানি সাগরে ফেলেন, তবে তার অস্তিত্ব হারিয়ে যাবে জলরাশির মাঝে।
কিন্তু এই এক ফোটা পানিই যদি পদ্ম পাতার উপর ফেলেন, তাহলে তা মুক্তো হয়ে ধরা দিবে আপনার কাছে।। এখন আপনি ই সিদ্ধান্ত নিন, কোনটি বেশি আলোকিত?? কিভাবে আপনার বিন্দুটি আলোকিত করতে চান?? |
✰✰ জীবনে এমন ভাবে বাঁচো যেন মৃত্যুভয় তোমার চলার পথে বাঁধা হতে না পারে।
✰✰ কাউকে তার জীবন-ধর্ম পালনে বাঁধা দিও না। অন্যকে সম্মান করো,অন্যের বিশ্বাসকে সম্মান করো এবং অন্যদের কাছেও একই দাবী করো। ✰✰ তোমার জীবনকে ভালবাসো,তোমার জীবনকে পূর্ণতা
দান করো।তোমার জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর হতে সুন্দরতর করো।
✰✰ জীবনটা বড় হওয়ার প্রত্যাশা শুধু এই জন্যেই করো,যেন তুমি তা অন্যের সাহায্যে ব্যয় করতে পারো। ✰✰ যখন মৃত্যু এসে উপস্থিত হয়,তাদের মতো হইয়ো না,যাদের মন সবসময় মৃত্যুভয়ে ভীত থাকে।তোমার প্রয়ান সংগীত নিজে গাওয়ার সাহস রাখো, বীরের মত মৃত্যুকে আলিঙ্গন করো,যেন তোমার নিজের ঘরে ফিরছো। |
তোমার দুই পায়ের মত জীবন যাপন করো ,ঠিক যেমন এক পা সামনে এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না। কারন তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই।
|
হতাশ হয়ো না,কোনো এক মুহুর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে।
|
নিজের মত হও, নিজেকে প্রকাশ করো,নিজের প্রতি বিশ্বাস রাখো।
খুঁজে খুঁজে কোনো সফল ব্যক্তিকে বের করে তার কপি হিসেবে নিজেকে গড়ে তুলিও না। -ব্রুস লি |
আমি একটি কঠিন কাজ করার জন্য একজন অলস ব্যক্তিকেই পছন্দ করবো,
কারন সে এই কঠিন কাজটি করার একটা সহজ উপায় বের করে নেবেই। -বিল গেটস |
সম্পর্ক ভাঙ্গে সাধারনত কারো একটি ভুলের জন্য। ভাবুন যার একটি ভুলের জন্যে আপনি তার সাথে সম্পর্কটি চিরতরে শেষ করে দিতে যাচ্ছেন, সেই মানুষটিই একদিন আপনার প্রতি অসংখ্য সঠিক কাজ করেছিলো।
এখন তার সেই হাজার সঠিক কাজের জন্যে আপনি তাকে ক্ষমা করে দেবেন নাকি শুধু একটি ভুলের জন্যে সম্পর্কটি চিরতরে শেষ করে দেবেন-সেই সিদ্ধান্ত আপনার। -এই কথাটি যদি ভবিষ্যতে একটি সম্পর্ককেও ভেঙ্গে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে,একটি বিয়ের পরিনতিকেও ডিভোর্সে গড়ানোর হাত থেকে ফেরাতে পারে তবেই অনুপ্রেরণা সার্থক। |
"তুমি পানির মত হতে চেষ্টা কর,যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয়। পাথরের মত হয়োনা,যে নিজে অন্যের পথরোধ করে।" (আলী রাঃ)
|
একমাত্র তারাই সুখী হতে পারে, যারা স্বপ্ন দেখতে জানে, আর তার সেই স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার জন্য যে কোন মূল্য দিতে প্রস্তুত থাকে।
|
আপনার জীবনের প্রতিটি সংগ্রাম আপনাকে 'আজকের আপনি' করে গড়ে তুলেছে।তাই জীবনে দুঃসময়গুলোর প্রতিও কৃতজ্ঞ থাকুন; তারা আপনাকে শক্তিশালী করে,জীবনটাকে শিখতে সাহায্য করে।
|
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন
সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।
এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো, ‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’ পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো, ‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’ জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।’ যখন আমরা খুব বিপদে পরি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি।আমরা ভুলে যাই,'তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যেই করেন।' তাই এরপর যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। |
জীবনে কোনো আঘাত পেয়ে থাকলে সবচেয়ে বড় প্রতিশোধ হচ্ছে সেদিকে আর না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়া।আপনি কষ্ট পাচ্ছেন তা কাউকে দেখার সন্তুষ্টি দেয়াটা বোকামী।
|
প্রকৃতির কোন কিছুই নিজের জন্য বাঁচে না-
নদী কখনো তার নিজের পানি খায় না, গাছ কখনো তার নিজের ফল খায় না, সূর্য নিজের জন্য তাপ বিলায় না, চাঁদ কখনো হানিমুনে যায় না
ফুল কখনো নিজের জন্যে সুগন্ধ ছড়ায় না,
তাহলে আমরা কেন শুধু নিজেদের নিয়ে ভাববো? অন্যের জন্যে বাঁচাই হলো প্রকৃ্তির নিয়ম। |
শুধু বেঁচে থাকার চেয়ে বেশী কিছু করো। পৃথিবী তোমাকে মনে রাখবে।
|
কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ কিন্তু কঠিন হচ্ছে সেই কথাটি ধরে রাখা । কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কি না।
মনে রাখবেন, নদীর মাঝপথে কাউকে ছেড়ে না দিয়ে যদি শুরুতেই বলে দেন যে আপনি নৌকা চালাতে পারেন
না তাহলে হয়তো আপনার ভুলে তাকে ডুবে মরতে হবেনা ।তাই সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার আগে বারবার ভাবুন তার সাথে জড়িত দায়িত্বগুলো পালন করতে পারবেন কিনা ।সবসময় খেয়াল রাখবেন আপনার ভুলটা কখনো যেন কারোর চোখের পানির মাঝে বেচে না থাকে ।
|
আপনি যদি উড়তে না পারেন তবে দৌড়ান,
যদি দৌড়াতে না পারেন তবে হাঁটুন, যদি হাঁটতে না পারেন তবে হামাগুড়ি দিন। যদি হামাগুড়ি দিতে না পারেন, তবে অন্তত মনের জোরে সামনে আগানর চেষ্টা করুন । যেভাবেই সম্ভব হয়, সামনে আগানো অব্যাহত রাখুন। থেমে যাওয়া কোন জীবনের অর্থ হতে পারে না। |
জীবনে কখনোই,কোনো পরিস্থিতিতেই আশা ছাড়বেন না।
|
সৌন্দর্য কারো চেহারায় থাকে না,সৌন্দর্য হল আপনার হৃদয়ের এক আলোকিত অংশের নাম।
|
No comments