বোনাস উপদেশ




ইচ্ছা করার আরেক নামই হলো কাজটি করতে পারা। নিজেকে চ্যালেঞ্জ করতে শেখো, দেখবে কোনো কিছুই অসম্ভব নয়।

তুমি যদি অন্যকে সুখী করতে চাও তবে দয়াশীল হও, তুমি যদি নিজেকে সুখী করতে চাও তবেও দয়াশীল হও। ~দালাই লামা

তুমি যদি কোন কিছু করার আগে সেটি একশতভাগ সঠিক কিনা তা নিশ্চিত হওয়ার জন্যে অপেক্ষা করতে থাকো তবে দিন শেষে হয়তো কোনো কাজই তোমার করা হবে না।~ উইল বরডেন
কোনো কাজ করার আগে তা নিয়ে না ভাবাটা বোকামী, কিন্তু সেই ভাবনাতে বেশির ভাগ সময় লাগিয়ে দেয়াটাও আরেক প্রকার বোকামী।

মানুষকে বিচার করার সবচেয়ে সহজ উপায় হলো, তার জীবনের একেবারেই উপকারে না আসা মানুষদের সাথে সে কিভাবে ব্যবহার করে তা লক্ষ্য করা।



সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়,
সাহস মানে হলো কোনো কিছুকে ভয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিচার করতে শেখা।

আসুন আমাদের সৎ প্রবৃতি গুলোকে ফসলের সাথে তুলনা করে দেখি, কে কতোটা বীজ থেকে ফসল ঘরে তুলতে পারিঃ
যদি আমি সততার বীজ বপন করতে পারি তবে আমি অন্যের বিশ্বাসের ফসল উৎপাদন করতে পারবো।
যদি আমি ভালো ব্যাবহারের বীজ রোপণ করি, তবে জীবনে অনেক ভালোবন্ধু পাবো।
আমি যদি অধ্যাবসায়ী সৎ হই তবে জীবনে পরিপূর্ণ শান্তি পাবো।
যদি অন্যকে গুরুত্ব দেই তবে অন্যের মনোযোগ পাবো।
যদি আমি পরিশ্রমের বীজ লাগাই তবে সাফল্যের ফসল ঘরে তুলতে পারবো।
তাই এখনি সতর্ক হোন, কোন বীজ আপনি রোপণ করবেন। যেমন বীজ রোপণ করবেন , ফসল পাবেন তেমনি।।
মনে রাখবেন, "জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে সেটাই ফেরত দিবে"

আপনি কখনোই সাহসী হয়ে উঠবেন না , যদি না আপনি প্রতিরোধের সম্মুখীন না হোন।
আপনি কখনোই শিখতে পারবেন না, যদি না আপনি ভুল না করেন।
আপনি কখনোই সাফল্য লাভ করবেন না, যদি না আপনি ব্যার্থতার কষ্ট অনুভব না করেন।
আপনার চারপাশ থেকে শিক্ষা নিয়ে, সাহসী হয়ে সামনে আগান। প্রতিকুল পরিবেশেও দিনের শেষে সাফল্য আপনারই হবে।
আমাদের মনটা একটা বাগান আর ভাবনাগুলো সব বীজ মাত্র। এখন সেই বাগানে আপনি ফুল গাছ লাগাবেন না আগাছা লাগাবেন তা একান্তই আপনারা উপর নির্ভর করে।
সিংহের সামনে দাঁড়িয়ে তুমি কি চিন্তা করবে? আমি সিংহ খাই না। তাই সিংহও আমাকে খাবে না?

তবে কেন তুমি এই চিন্তা করো যে,আমি তো সবার সাথে ভাল ব্যবহার করি, তবু কেনো কেউ কেউ আমার সাথে এত খারাপ ব্যবহার করে?

তুমি দুনিয়ার সবচেয়ে ভাল মানুষটি হলেও তোমার ঘৃনাকারী থাকবে। তাদের কথা শোনো এবং ভুলে যাও। সেগুলো নিয়ে ভাবতে বসলে শুধু নিজের হতাশাই বাড়বে।

আমাদের জীবনে কষ্ট আসার কি কোনো প্রয়োজনীয়তা আছে?
কষ্ট কি কথা বলে?
কষ্ট আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তোমার লাইফস্টাইলের এই ব্যাপারটি ঠিক নয়।এটাতে পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন আছে।
কষ্টের কথা কান পেতে শোনার চেষ্টা করুন। মানার চেষ্টা করুন। সে আর ফিরে আসবে না।

নিরানব্বই ভাগ ব্যর্থতা তাদের জীবনেই আসে যারা অজুহাত দেখাতে খুবই পারদর্শী।
-
জর্জ ওয়াশিংটন
তাই অজুহাত না হাতরিয়ে কাজটি নিয়েই ভাবুন।

 

হতাশ হয়ো না,হয়তো কোনো এক মুহুর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে

যে হৃদয় ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে সেই হৃদয়ই সবচেয়ে বেশি ভালোবাসা পাবার যোগ্য...


সময় বদলে যায়
জীবনের সাথে
জীবন বদলে যায়
সর্ম্পকের সাথে
সম্পর্ক বদলায় না.
আপনজনদের সাথে
শুধু আপনজন বদলে যায়...
সময়ের সাথে.

তুমি যদি মন থেকে কিছু চাও তবে তা পাওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না

ভালোবাসা দয়াশীলতার যে গাছটি আপনি আজ রোপণ করলেন , সেই গাছটি একদিন সবার মাঝে ফুল সহ প্ররিস্ফুট হতে দেখবেন।

যদি কেউ তোমাকে ভালো না বাসে
তবে শত খুঁজেও তুমি সেখানে ভালোবাসা পাবে না।
আর যদি কেউ তোমাকে ভালবাসে
তবে শত চেষ্টা করেও সে তা লুকিয়ে রাখতে পারবে না।

এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন।এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো।

কিছুক্ষন পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন।এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন বাকীদের আর হাসি আসলো না।

এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বার বার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো সে বার বার একই জোকস শুনে হাসার মতো আর কেউ থাকলো না।

এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন,
দেখো। তোমরা একই জোকস শুনে বার বার হাসতে পারো না। তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোন একটা কষ্টের জন্যে দিনের দিন কাঁদতে থাকো?


একটি আন্তরিক কথা তিনটা শীতকাল উষ্ণ রাখতে পারে
-
জাপানি প্রবাদ

সবাইকে ভালবাসো কিন্তু বিশ্বাস করো কয়েকজনকে এবং কারও প্রতি অন্যায় কোরো না।
-
উইলিয়াম শেক্সপিয়ার
শেক্সপিয়ার আপনি হয়তো নিজেও জানেন না কথাগুলো আসলেই কত বেশি সত্য :)

আপনার চলার পথের কেউ আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আপনার অপেক্ষায় থাকে। কিন্তু বেশিরভাগ সময়ই আপনি তাকে দেখতে পারেন না, কেননা ভুল পথের অন্য কোন দিশারি আপনার সেই পথ নির্দেশককে ঢেকে করে রাখে। তাই আপনার সাফল্যের পথ পথ নির্দেশককে আপনাকেই সতর্কতার সাথে খুজে বের করতে হবে।

হাসি নীরবতা হলো দুটি শক্তিশালী হাতিয়ার
হাসির মাধ্যমে আপনি হাজারো সমস্যার সমাধান করতে পারবেন
নীরবতার মাধ্যমে আপনি হাজারো সমস্যাকে এড়িয়ে যেতে পারবেন।


কেউ সারাজীবন সুখের পেছনে দৌড়ায়, কেউ সুখটা নিজেই তৈরী করে নেয়। আপনি কার মতো হবেন সিদ্ধান্ত আপনার।

জীবনের সবচেয়ে বড় ট্রাজেডি মৃত্যু নয় বরং জীবনের সবচেয়ে বড় ট্রাজেডি বেঁচে থেকেও ভিতরের অন্তর আত্মার মৃত্যু।

তুমি যখন কোনো কাজে সফল হও,
তখন হাজারো বন্ধু তোমাকে চেনে,
আর তুমি যখন কোনো কাজে ব্যর্থ হও,
তুমি চিনে নেয়ার সুযোগ পাও যে তোমার বন্ধুরা কেমন।

বলা হয়ে থাকে যে ভালবাসা হলো ঠিক জলন্ত আগুনের মতো। তুমি যদি কোনো ভাবে আগুন জ্বালিয়েও ফেলো, ব্যাপারে নিশ্চিত থাকতে পারো না যে তা জ্বলতেই থাকব। এজন্যে তোমাকে নিয়মিতভাবে জ্বালানী দিয়েই যেতে হবে।

ঠিক তেমনি ভাবে যদি চাও যে তোমার ভালবাসার মানুষটি চিরকাল তোমার সাথে থাকুক তবে তাকেও প্রতিদিনই নতুন করে ভালোবাসতে হবে।


তুমি যদি চলেই যাও তবে সূর্যটাকে সাথে করেনিয়ে যাও, আমি রইবো অন্ধকারে..
ভীষন অন্ধকারে...
আমার এই চোখের জল যেন কেউ দেখতে না পারে, তোমাকে হারিয়ে যে কষ্টে আছি যেন তা কেউ বুঝতে না পারে

No comments

Powered by Blogger.