আরো কিছু উপদেশ
মার্কিন ধনকুবের এন্ড্রু কার্নেগী ছিলেন তাঁর সময়ের সবচেয়ে বড় ধনকুবের । তিনি ছিলেন বস্তির ছেলে ।তাঁর বয়স যখন ১২বছর তখন খেলার জন্য একবার তিনি পাবলিক পার্কে ঢুকতে যাচ্ছিলেন।কিন্তু তাঁর পোশাক এত মলিন ও নোংরা ছিল যে ,সেই পার্কের দারোয়ান তাকে পার্
কে প্রবেশ করতে দেয়নি । সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে, একদিন তার টাকা হবে আর তিনি এই পার্কটি কিনে ফেলবেন ।
ধনকুবের হওয়ার পর কার্নেগী ঐ পার্কটিই কিনেছিলেন এবং পার্কে নতুন একটি সাইনবোর্ডও লাগিয়েছিলেন । তাতে লেখা ছিল, “ আজ থেকে দিনে বা রাতে যে কোন সময়ে যে কোন মানুষ যে কোন পোশাকে এই পার্কে প্রবেশ করতে পারবে।” বড় হতে চাইলে এমন একটা জেদ বোধ হয় থাকতেই হয়। |
ধরুন আপনার মন বলছে আপনি দুজনকে ভালোবাসেন। কিন্তু দুজনের মধ্যে একজনকে বেছে নিতে পারছেন না। এক্ষেত্রে আপনার উচিত হবে দ্বিতীয়জনকেই বেছে নেওয়া। কারন আপনি যদি প্রথমজনকেই ভালোবাসতেন তবে দ্বিতীয়জনের প্রেমে পরতে পারতেন না।
|
নিজের চোখকে পরিশুদ্ধু করে এই সুন্দর পৃথিবীকে দেখুন।
দেখবেন জীবনটা হাজারো আলোয় উজ্জ্বল দীপ্যমান হয়ে ধরা দিবে। |
সুখী হওয়ার জন্য খুব বেশি স্বার্থপর হওয়ার প্রয়োজন নেই, নিজেকে গুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই বরং প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নেওয়া।
|
ক্রোধ, রাগ, অহঙ্কার, দর্প পায়ের নিচে ফেলুন।
এগুলোকেই পায়ের নিচে ফেলে উপরে উঠার সিঁড়ি হিসেবে ব্যাবহার করুন। |
ভালবাসা খোজা তোমার কাজ নয় বরং তোমার কাজ হল সেইসব বাধা খুজে বের করা যা তোমার ভালবাসার আশেপাশে স্থাপন করেছ।
|
সবসময় এটা জরুরী না যে তোমার সব কাজ,সব ত্যাগ স্বীকৃতি পাবে।
যতক্ষন তুমি ও তোমার সৃষ্টিকর্তা জানেন যে তুমি তোমার সেরাটাই দিয়েছো,কারো কাছে তোমার কিছু জানানোর দরকার নেই,কারো কাছে তোমার কিছু প্রমানের দরকার নেই। |
গতকালকের দিনটি চলে গেছে, সেই সাথে তার গল্প গুলো ও এখন মূল্যহীন, মলিন।
আজকের দিনে আমাদের আবার নতুন করে জীবনের নতুন গল্প লিখতে হবে। আজকের দিনের জন্যই আপনাকে সব নতুন করে সাজাতে হবে। মনে রাখবেন, প্রতিটা দিন নতুন করে আপনার জন্ম হয়, নতুন করে জীবন সংগ্রাম সাজাতে। |
যদি কেউ কোন কাজকে অসম্ভব মনে করে তবে তার উচিত নয় আরেকজন যে সেই কাজটি করছে তাতে তাকে বাধা দেওয়া ।
|
অনেকেই তোমাকে বার বার আঘাত করবে।
তুমি তাদের অলংকার পরিস্কার করা এক টুকরো কাগজ ভাবো, যা দিয়ে ঘষে ও আচড় কেটে তোমাকে আঘাত করা হয় । কিন্তু তার এই কাজ শেষে তুমি চকচকে হয়ে ওঠো আর সেই অপ্রয়োজনীয় কাগজের টুকরোটিকে ছুড়ে ফেলা হয়। |
প্রজাপতির ডানার রং কি তা সে নিজে কখনো দেখে না, কিন্তু আমরা জানি তা কতটা সুন্দর।
ঠিক তেমনি তুমি নিজেও জানো না তুমি কতটা ভালো, শুধু অন্যরাই বোঝে তুমি আসলে কতটা অসাধারন। |
সব কিছুই সময়ের সাথে পুরোনো হয়,
কিন্তু ভালোবাসা সবসময়ই সজীব ও রঙ্গিন।। |
আমাকে যদি শুধু বলো তবে আমি কাজটি ভুলে যাবো,
আমাকে যদি কাজটি দেখাও তবে আমি কাজটি মনে রাখবো, আমাকে দিয়ে যদি কাজটি করাও তবে আমি কাজটা শিখতে পারবো। |
মাঝে মাঝে তোমাকে এমন কিছু সিদ্ধান্ত গ্রহন ও সে অনুযায়ী কাজ করতে হবে যা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তা অন্যের জন্য সমান গুরুত্বের নাও হতে পারে।।
|
তুমি যদি সবসময় সৎ থাকো তবে হয়তো জীবনে খুব বেশি বন্ধু পাবে না।
তবে যে বন্ধুদের তুমি পাবে, তারা সবদিক থেকেই হবে তোমার প্রকৃত বন্ধু। |
|
ভালোবাসার জন্য এতগুলো দরজায় কেন কড়া নাড়ছেন??
একটি দরজায় কড়া নাড়ুন , যে দরজা আপনার হৃদয় চাইছে।। |
অন্যের মাঝে নিজের সুখ খুঁজে বেড়াইয়ো না,
নিজেকে প্রচন্ড একা লাগবে নিজের মাঝে সুখ খোঁজার চেষ্টা করো। |
গতকাল আমি নিজেকে চালাক ভেবেছিলাম, তাই পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করেছিলাম।
আর আজ আমি নিজেকে জ্ঞানী ভাবছি, তাই সবার আগে নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছি। |
|
চোখের জল তার জন্যই ফেলা উচিৎ যে এই জলের মূল্য বোঝে । ভুল মানুষের জন্য চোখের জল অপচয় করা উচিৎ নয় । কখনো ভেবে দেখেছেন কি যার জন্য আজ আপনি কাদছেন, যে আজ আপনাকে কাদিয়েছে,
... আপনার এই কান্না কি তাকে স্পর্শ করেছে ? যদি না করে থাকে তাহলে মুছে ফেলুন এই চোখের জল । কিন্তু সত্যি কথা কি জানেন ?? চোখের জল পরবেই ,আরেকজনকে স্বান্তণা দেয়া সহজ ,কিন্তু তার কষ্টটা অনুভব করা ততোই কঠিন । |
Falling Down Is Not
Defeat
Defeat Is , When YOU Refuse To Get Up |
মাঝে মাঝে আমরা কোন ঝামেলায় পড়লে মিথ্যা কথা বলে ভাবি,
"যাক বাবা, এইবারের মত বড় বাঁচা বাচলাম"; কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে বেশির ভাগ সময়ই যখন আপনি নিশ্চিন্তে থাকেন এবং এই বিষয়টির কথা সম্পূর্ণ ভুলে যান, ঠিক সেই সময়ই সেই মিথ্যাটি আপনার সামনে আরো বড় ঝামেলা নিয়ে হাজির হয়?
তাই আপাত দৃষ্টিতে মিথ্যা বলা কখনো আপনার নিকট শ্রেয় মনে হলেও আপনার উচিত চেষ্টা করা সেই মিথ্যাটিকে এড়িয়ে যাওয়ার।কেননা, শত কিছুর পরেও সততাই সর্বোৎকৃষ্ট পন্থা । |
যা তোমাকে কষ্ট দেয়া তা ছেড়ে দিতে শেখো এবং যা তোমাকে সুখী করে তার জন্যে সেই জায়গাটা বরাদ্দ করো।
ভালবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনী কখনো শেষ হয় না।
~মাদার তেরেসা |
|
আমরা সাধারনত যে ভুলটি করি, কোন কষ্টের সময় কিংবা বিপদের সময় আশাপাশের মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি, কিন্তু ঠিক নয়।। কেননা, এদের বেশিরভাগই আপনাকে কখনো না কখনো কষ্টের মাঝে দেখেছে। এবং তারা উপকার করার পরিবর্তে হেসেছে কিংবা আপনার বিপদে ভ্রুক্ষেপ করে নি।
তাই বরং সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা করুন, ভিক্ষা চান। অন্তত, তিনি উপহাস করবেন না।। |
We generally
believe our memory is weak. When we try to forget someone, we realize how
powerful our memory is!
|
সাফল্যের চাবিকাঠি হলো আত্ববিশ্বাস
আর আত্ববিশ্বাসের চাবিকাঠি হলো প্রস্তুতি - জেন গার্ডন |
আমাদের জীবনটা একটা বইয়ের মতো। এর কোন অধ্যায় বিষাদেরর, কোন অধ্যায় কষ্টের, কোন অধ্যায় হতাশার, কোন অধ্যায় প্রাপ্তির আবার কোন অধ্যায় আনন্দের।
কিন্তু আপনি কখনোই সব গুলো অধ্যায় সম্পর্কে জানতে পারবেন না, যদি না আপনি বইয়ের পৃষ্ঠাগুলো না উল্টান। |
যখন একটি মেয়ে একটি ছেলেকে বলে যে, মাঝে মাঝে আমার খোজ খবর নিয়েন....(সে যুবতী), তাহলে কি বুঝা যায় যে, ঐ মেয়েটি ছেলেটিকে পছন্দ করে কিংবা ভালবাসে?
|
প্রত্যেকটি সকাল আসে আমাদের নতুন আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। প্রতিটি সূর্য উঠে আমাদের জন্য নতুন সুযোগ নিয়ে। প্রতিটি প্রভাত আসে আমাদের অসাধারন নতুন কিছু সৃষ্টির সুযোগ নিয়ে।
আমাদের বন্ধুত্বের সম্পর্কগুলো আরও মজবুত করার জন্য, আমাদের ভুল গুলো শুধরে নিয়ে সঠিক টা বুঝতে পারার জন্য, কাউকে ক্ষমা করার কিংবা নিজের ভুলের ক্ষমা চাইতে, নতুন উদ্যমে নতুন কোন চেলেঞ্জ নেওয়ার জন্য অথবা কাউকে ভালবাসি কথাটি বলার জন্যই আমাদের আসে একেকটি রাঙ্গা প্রভাত।। |
কখনও আশা ছাড়বেনা
কারণ Tomorrow never DIES আগামীকাল কখনো মরে না |
তুমি যদি চাঁদে যাওয়ার জন্য তৈরি হও, তা হলে চাঁদে না পৌছাতে পারলেও অন্তত কোনো তারার কাছে পৌছাতে পারবে।' মানুষের মনে স্বপ্ন থাকা খুবই জরুরি। এই স্বপ্ন মানুষকে অনুপ্রাণিত করে। স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না; সারা জীবন শুয়ে থাকলেই তো হয়!
|
আপনি যে পথ টা বেছে নিয়েছেন সেটা যে সবাই বুঝতে পারবে, সবাই সাধুবাদ জানাবে এ পথে এমনটি কখনো আশা করবেন না। কেননা, তারা আপনার এই পথ ধরে হেঁটে যায় নি। তাই আপনার মন যা বলে , সে পথেই হেটে যান। তাদের কথায় কান দিয়ে চলার পথে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না।
|
No comments