দাড়ি রাখার উপকারিতা



দাড়ি রাখার উপকারিতাঃ

০১.☞দাড়ি রাখলে আল্লাহ ও তাঁর রাসূল(সাঃ) খুশি হন।

০২.☞দাড়ি রাখার দ্বারা সকল নবীগণেরসাদৃশ্য গ্রহণ করা হয়।

০৩.☞দাড়ি রাখলে নবীজির শাফায়াত লাভহবে।

০৪.☞চোখের অনেক পাওয়ার bare

০৫.☞দাড়িওয়ালার প্রতি মানুষের ধারণাভাল থাকে এবং সে মানুষের দোয়া পায়।

০৬.☞অপরিচিত স্থানে দাড়িওয়ালা মুসলমানমারা গেলে, মুসলমান কিনা চেনার জন্য উলঙ্গ করে খৎনা দেখতে হয় না।

০৭.☞দাড়িতে চেহারার সৌন্দর্য্য বাড়েএবংবীরত্বের পরিচয় বহন করে।

০৮.☞কিয়ামতের অন্ধকারে মুমিনের দাড়িনূরে পরিণত হবে।

০৯.☞ঈমান-আমল ঠিক থাকলে দাড়িওয়ালাব্যক্তি নবী ও ওলীর সাথে সাক্ষাৎ ও হাশরহবে।

১০.☞দাড়ি রাখলে অনেক পাপ থেকে বেঁচেথাকা যায়।

১১.☞দাড়ি ইসলামী সভ্যতার অন্যতম প্রতীক।

১২.☞দাড়ি রাখলে মুনকার- নাকীরের সুওয়াল-জাওয়াব সহজ হয়।

১৩.☞লম্বা দাড়ি স্বাস্থের ক্ষতিকর জীবানুগুলোকে গলা ও সিনাতে পৌঁছতে দেয়না।

১৪.☞দাড়ি গলাকে শীত ও গরমের বিরুপপ্রতিক্রিয়া থেকে মুক্ত রাখে।

১৫.☞দাড়ির অস্তিত্ব যৌন শক্তিকে বৃদ্ধিকরে, যাডাক্তার দ্বারা প্রমাণিত।

১৬.☞দাড়ি রাখলে পাইরিয়ার মত মারাত্বকরোগ থেকে মুক্তি পাওয়া যায়।

১৭.☞দাড়ি রাখলে সেভ করার অনর্থক সময় ওঅর্থ অপচয় থেকে বাঁচা যায়।

১৮.☞দাড়ি দ্বারা গুণাহে জারিয়া থেকেরক্ষা পাওয়া যায়।

১৯.☞দাড়ি রাখার দ্বারা শারীরিকসৌন্দর্য্য বৃদ্ধি পায়।

২০.☞দাড়িতে ক্ষুর বা ব্লেড লাগালে,চোখেররগের উপর আঘাত লাগে। ফলে চোখেরজ্যোতি কমে যায় এবং মুখের চামড়া শক্তহয়ে যায়। তাই দাড়ি রাখলে এই ক্ষতি থেকেপরিত্রাণ পাওয়া যায়। ●

বুখারি ১৩৫৬,মুসলিম ২২৪২, নাসাঈ ৩৫৪।

No comments

Powered by Blogger.