প্রকৃত ভালোবাসা শুধু তাদের জন্য : বাবা-মা


" প্রকৃত ভালোবাসা শুধু তাদের জন্য : বাবা-মা💜💜"
লেখকঃ সাইফুল ইসলাম

বাবা-মাকে চাপ দিয়ে তাদের উপার্জিত টাকা পয়সা এনে অমুক সংগঠন -তমুক সংগঠনে দান করেন।বন্ধু -বান্ধবদের ট্রিট দেন কিংবা সারপ্রাইজ দেন।বার্থডে/বিবিকিউ/ড্যান্সপার্টি করেন!আরো কতো কি!আহ! সব মহলে আপনার কি খ্যাতি!আপনার মতো মানুষই হয় না।অথচ আপনি অমানুষদের চাইতে ও নিকৃষ্ট! বন্ধু/বান্ধবীর সমস্যায় রাত বিরাত দৌড়ে যান।খুবই ভালো কথা!
অথচ সপ্তাহে কতদিন ফোন দিয়ে খোজ নিয়েছেন-কেমন আছেন আপনার বাবা মা!কি দিয়ে খাচ্ছেন?একবার বলুন না, আপনি তাদের কতটা মিস করছেন।

ঔ, আপনার তো টাকার দরকার হলেই তাদের ফোন দেন!এছারা তাদের আর দরকার কি!আচ্ছা,বন্ধু-বান্ধবদের নিয়ে এই জায়গায় ঐ জায়গায় যাবার প্লান করেন।কত নামিদামি রেস্তোরাঁতে খেতে যান। কিন্তু কোনদিনও কি বাবা মাকে নিয়ে কোথাও যাবার প্লান করেছেন? ঔ তারা বৃদ্ধ মানুষ!আপনি তো ইয়াং এনারজেটিক, ওয়েস্টার্ন কালচারে বেড়ে উঠা যুবক/যুবতী!আপনি কেনো তাদেরকে নিয়ে যাবেন।ব্যাপারটা যায় নাকি! আচ্ছা,বলুন তো আপনার বাবা মায়ের জন্মদিবস কবে? বিশ্ব মা/বাবা দিবস কবে? জানেন না, তাই না?কিভাবে জানবেন বলুন?সময় কোথায়? অথচ,বিভিন্ন জাতীয়,আন্তর্জাতিক থেকে শুরু করে আপনার বন্ধু-বান্ধবীর বিশেষ দিবসটি কবে সেটা ও আপনার মনে আছে।আপনার টাইমলাইনে বাবা মাকে নিয়ে কয়টা পোস্ট আছে?হাতে ঘুনা কয়েকটা হবে কিনা সন্দেহ!(ব্যপারটা যদিও লোক দেখানো। তারপরও)অথচ,আপনার বন্ধু বান্ধুবীদের নিয়ে অসংখ্য পোস্টে টাইমলাইন ভর্তি।আচ্ছা,অমুক বন্ধু-বান্ধবীকে তার বার্থডেতে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় কি সারপ্রাইজ দেওয়া যায়।এসব নিয়ে ভাবতে ভাবতে আপনার মাথাব্যথা শুরু হয়ে যায়।কিন্তু,কখনো বাবা মায়ের জন্য তাদের পছন্দের পান্জাবি বা কাপড় কিনে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা মাথায় এসেছে আপনার? আসেনি, তাই না? কিভাবে আসবে বলুন,আপনার মাথায় তো আপনার মিসেস/মিস্টারই ঘুরপাক খাচ্ছেন!যতই সারপ্রাইজ ঐসব মিস্টার/মিসেসদের জন্যই।আচ্ছা বাড়িতে যাওয়ার সময় মা-বাবার জন্য ২টা চকোলেট কিংবা তাদের পছন্দের খাবার নিয়েছেন কখনো?নেন নি?আরে টাকা তো তারাই দিচ্ছে, নিতে সমস্যা কোথায়??

বাড়িতে গিয়ে কখনো বাবা মাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে বলেছেন-দেখো,আব্বু-আম্মু আমি কত্ত বড় হয়ে গেছি।জানো আব্বু-আম্মু যখন দূরে চলে যাই তখন তোমাদের খুউব মিস করি।
আহ! আপনি এসব কিভাবে বলবেন।আপনি তো আসলেই বড় হয়ে গেছেন।এসব বাচ্চামি।আর এসব মিস করা তো বাবা মায়ের জন্য না এগুলা তো মিস/মিষ্টারদের জন্য রক্ষিত! বাড়িতে গিয়েই আপনার একটা পারসোনাল রুম চাই!কারন আপনার আজকাল অনেক পারসোনাল কাজ থাকে!বাবা মায়ের সাথে বসে একটু প্রাণ খুলে কথা বলার সময়টা ও আপনার নাই।অনেক মানুষকে আপনার সময় দিতে হবে।আহ! মিষ্টার বিজি ম্যান/গার্ল!শেষমেষ ছেলে মেয়ের সাথে প্রাণ খুলে দুইটা কথা বলার জন্য যখন বাবা মা নিজেই আসেন আপনি তখন কেমন জানি একটা বিরক্ত ভাব দেখান।আপনার সময় নেই।ঠিকঠাকমতো কথার উত্তর ও দেন না।উল্ঠা ধমক দেন মাঝে মাঝে! অথচ,বন্ধু/বান্ধবীর সাথে কথা বলতে বলতে মশার কামড় খেয়ে ও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন।একটু ও বিরক্ত লাগে না।আচ্ছা, জানতে ইচ্ছে করছে, আপনি কোন আদর্শে বড় হচ্ছেন? যে আদর্শে আপনি বাবা-মাকেই ভালোবাসতে জানলেন না? ধিক্কার,আপনার জন্য!ধিক্কার আপনার অর্জিত আদর্শের প্রতি!


শেষকথা,বাবা-মা ব্যতিরেকে চারদিকের পৃথিবীটা নিছক মরীচিকা ছারা আর কিছুই না।তাই,ভালোবাসুন, যাদেরকে ভালোবাসা দরকার।হাসি ফোটান, যাদের মুখে হাসি ফোটলে সৃষ্টিকর্তা খুশি হবেন।প্রাণ খুলে কথা বলুন,কারণ তারাই আপনার সব।তাদের পায়ের নিচেই জান্নাত।

1 comment:

  1. Shootercasino |
    If you are looking for a casino that features 샌즈카지노 some games like roulette, For fun88 vin instance, you will sbobet ทางเข้า find roulette at the slot machine. Rating: 7/10 · ‎1 vote

    ReplyDelete

Powered by Blogger.