আপনার কাজ গুলো কিভাবে সবচেয়ে সুন্দরভাবে করবেন

আপনার কাজ গুলো কিভাবে সবচেয়ে সুন্দরভাবে করবেন
১- একসাথে অনেক কাজ করবেন না,এক সময়ে শুধুমাত্র একটি কাজই করুন
২-সমস্যাটি জানুন
৩-অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে শিখুন
৪-প্রশ্ন করতে শিখুন
৫-ভাল মন্দের পার্থক্য ভুলে যাবেন না
৬-পরিবর্তনকে গ্রহণ করতে শিখুন
৭-ভুল স্বীকার করুন
৮-নিজেকে বলুন এটা সহজ
৯-শান্ত থাকুন
কাজের মাঝে হাসতে ভুলে যাবেন না, হাসুন :)

যার যোগ্যতা যত কম তার আড়ম্বর তত বেশি ।-রবীন্দ্রনাথ ঠাকুর

লোহাও গরম হলে তরল হয়ে যায়...
রেগে না গিয়ে তাই শান্ত থাকুন
ধৈর্য্য একটা তিক্ত গাছের নাম, কিন্তু এর ফল সবচেয়ে সুস্বাদু।

জীবন কখনও হয়ত তোমাকে আঘাত করে, যারা সেই আঘাতেই জর্জরিত
হয়ে যায় তারাই ব্যর্থ। আর যারা সেই আঘাত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তারাই প্রকৃত সফল মানুষ। মনে রাখবেন,যে কোন ধরনের প্রতিবন্ধকতা মানুষকে আরও শক্তিশালী করে তোলে ।

যে মানুষগুলো আপনাকে হতাশায় ফেলে দেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তাদের মাঝে নিজেকে পরিবেষ্টিত রাখবেন না।। বরং যে মানুষগুলো আপনাকে কঠিন সময়েও আশার আলো দেখায়, সাহস জোগায় তাদের মাঝেই নিজেকে পরিবেষ্টিত রাখুন।।

মনে রাখবেন, জীবনকে আপনি চাইলেই খুব আনন্দদায়ক রূপে পরিনত করতে পারবেন না, তবে চাইলেই দুঃখ - দুর্দশা অবস্থায় নিজেকে আবিশষ্কার করতে পারবেন। তাই বিপদে আশা হারাবেন না, জীবন কে আনন্দদায়ক করার সকল প্রচেষ্টা চালিয়ে যান। এর পথে যা কিছু প্রতিবন্ধক বলে মনে হবে, সব দূরে ছুড়ে ফেলুন।।

বলা হয়ে থাকে যে,প্রতিটি সফল ব্যক্তির পেছনেই তার কিছু ঘৃনাকারী থাকেন।
সফল ব্যাক্তি তিনিই যিনি অন্যদের নিক্ষেপ করা হিংসা ও অপবাদ দিয়ে তার সাফল্যের রাস্তাটা তৈরি করে নিতে পারেন।।

মনে রেখ, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে।

Learn from yesterday
Live for today
Hope for tomorrow

I will not say i failed 1000 times,
I will say that i discovered there are 1000 ways that can cause failure.
-Thomas Edison


অনেককেই বলতে শুনি তারা কোনো কাজ করতে গেলে কখনো পর্যাপ্ত সময় পাননা।
একবার ভাবুন,
মাদার তেরেসা,আলবার্ট আইনস্টাইন,লিওনার্দো দ্য ভিঞ্চি,মহাত্বা গান্ধী যতটুকু সময় পেয়েছিলেন আপনার জন্যও ঠিক ততটুকুই সময় বরাদ্দ রয়েছে।


সময়কে কাজে লাগান,নাহলে সেই পুরনো কথাটি কাগজেই থেকে যাবে-
TIME & TIDE WAIT FOR NONE!


আপনার শক্তির প্রয়োজন হবে শুধুমাত্র তখনই যখন আপনি কারো ক্ষতি করতে ইচ্ছুক,
এছাড়া অন্য সবকিছু করতে শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট .. :)


আমরা অনেক সময় চিন্তা করি যে অন্যের জীবন আমাদের চেয়ে অনেক বেশি সুখের
কিন্তু সবসময় ভুলে যাই যে আমরাও অনেকের কাছে 'অন্যকেউ'
So, LIVE Life, LOVE Life. ;-)


আমরা যদি সাফল্যকে একটা গাড়ির সাথে তুলনা করি তবে তার চাকা হলো 'পরিশ্রম',
আর সেই গাড়িটা 'আত্ববিশ্বাস' নামের জ্বালানী ছাড়া চালানো অসম্ভব !!....:-)


No comments

Powered by Blogger.