আল্লাহ যা করেন ভালর জন্য করেন এর গল্প
এক দেশে দুই বন্ধু ছিল,এক বন্ধুর ছিল আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস।এবং সে সব সময় বলতো আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। দ্বিতীয় বন্ধু এই কথাটা বিশ্বাস করতো না।
একদিন এক এক্সিডেন্টে পড়লো দ্বিতীয় বন্ধুটি।এর ফলে তার একটি হাতের দুটি আঙ্গুল কেটে ফেলা লাগলো।প্রথম বন্ধু এ ঘটনা জানতে পেরে অনেক দুঃখপ্রকাশ করলো।এবং সে তাকে স্বান্তনা দেওয়ার জন্য বললো যে,'আল্লাহ এটা তোমার মঙ্গলের জন্যই করেছেন'।
এই কথা শুনে দ্বিতীয় বন্ধু খুব ক্ষেপে গেল এবং প্রথম বন্ধুর উপর খুব রাগ করলো কারন তার হাত কেটে গেছে অথচ তার বন্ধু বলছে এতেই তার মঙ্গল।
দ্বিতীয় বন্ধু মনে মনে প্রথম বন্ধুটিকে উচিত শিক্ষা দিতে চাইল এবং তার কথা ভুল প্রমান করতে চাইল।সে প্ল্যান করলো যে তারা দুইজন মিলে শিকার করতে যাবে অনেক দূরের কোন জঙ্গলে। এবং সে প্রথম বন্ধুকে গুহায় ফেলে দেবে। তখন যেন সে বুঝতে পারে 'আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন' কথাটি সত্য নয় এবং তা স্বীকার করে নেয়। অন্যথায় সে তাকে গুহাতে ফেলেই চলে আসবে। কারন এতেই তার মঙ্গল।
দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে শিকারে যাওয়ার কথা জানালো এবং তারা একটা নির্দিষ্ট দিনে শিকার করতে বের হলো।অনেক দূরে বনের ভেতর চলে যাওয়ার পর দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে একটা গুহার নিকট নিয়ে গেল যেখানে পড়ে গেলে একা উঠে আসা সম্ভব না।অসাবধানতার সুযোগ নিয়ে একসময় ধাক্কা দিয়ে গুহায় ফেলে দিল।
ঠিক এসময় একদন জংলী আসলো সেইখানে। তারা একজন নিঃখুঁত মানুষ খুজছিল তাদের দেবীর সামনে বলী দেওয়ার জন্য।
দ্বিতীয় বন্ধুকে পেয়ে তারা ধরে ফেললো বলি দেওয়ার উদ্দেশ্যে।কিন্তু হঠাত একজন দেখলো যে তার হাতের দুটি আঙ্গুল কাটা।তাই সে নিঃখুত নয়।অথচ তার বন্ধু নিঃখুঁত ছিল কিন্তু সে গুহার ভেতরে থাকার কারনে জঙ্গলীরা তাকে খুঁজে পেল না।
তখন দ্বিতীয় বন্ধু তার ভুল বুঝতে পারলো। জঙ্গলীরা চলে যাওয়ার পর তাকে গুহা থেকে উদ্ধার করলো এবং তার কাছে ক্ষমা চাইলো।
No comments