ভাল ছাত্র হওয়ার উপায়


ভাল ছাত্র হওয়ার উপায়

  1. একটা পড়ার রুটিন তৈরি করা
  2. পরিকল্পনা তৈরি করে কাজ করা
  3. নিয়মিত স্কুলে যাওয়া
  4. প্রতিদিনের কাজ প্রতিদিনের মধ্যে শেষ করা
  5. বিষয় ভিত্তিক নিজ হাতে নোট করা
  6. গাইডের উপর নির্ভরা কমিয়ে আনা
  7. বুঝে বুঝে পড়া
  8. পড়ার সময় বিরতি দেওয়া
  9. কাউকে শিখানো
  10. নিবিড় মনোযোগ দিয়ে পড়া
  11. পড়ার পরিবেশ তৈরি করে পড়া
  12. নিয়মিত খেলাধুলা করা
  13. বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া
  14. নিজেকে  ভালবাসা
  15. অধ্যবসায় করা
  16. খারাপ বন্ধুত্ব ত্যাগ করা
  17. নিজের উপর আস্থা বিশ্বাস রাখা
  18. কারো সাথে প্রতিযোগিতা না করা
  19. নিজের যোগ্যতা ক্ষমতার উপর ভিত্তি করে নিজেকে পরিবর্তন করা
  20. অতিরিক্ত রাত না জাগা
  21. বদ-অভ্যাস থাকলে পরিহার করা
  22. মোবাইল ইন্টারনেট ব্যবহার সীমিত করা
  23. ভুল থেকে শিক্ষা গ্রহন করা
  24. হতাশ না হওয়া
  25. ধৈর্যের সর্বোচ্চ পরিক্ষা দেওয়া
  26. বড় বড় স্বপ্ন দেখা

সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ

No comments

Powered by Blogger.