কর্মক্ষেত্রে সফলতার উপায়


কর্মক্ষেত্রে সফলতার উপায়

  1. যথা সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া
  2. নম্র, ভদ্র এবং মার্জিত পোষাক পরিধান করা
  3. অর্পিত দায়ীত্ব সম্পর্কে গভির জ্ঞান অর্জন করা
  4. নির্দিষ্ট সময়ে কার্য সম্পাদন করা
  5. দক্ষতা কর্ম পরতা থাকা
  6. অন্যের সমলোচনা থেকে বিরত থাকা
  7. গীবত থেকে ১০০% বিরত থাকা
  8. সহকর্মীদের সাথে সু-সম্পর্ক তৈরি করা
  9. যোগাযোগ দক্ষতা অর্জন করা
  10. সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা অর্জন করা
  11. অনুপ্রেরণা দান করার ক্ষমতা থাকা
  12. আধুনিক সৃজনশীল হওয়া
  13. সময়ের সদ্ব্যব্যবহার
  14. সবসময় হাসিখুসি থাকা
  15. পরিকল্পনা অনুযায়ী কাজ করা
  16. অন্যেক সাধ্য অনুযায়ী সাহায্য করা
  17. অনেক সামাজিক হওয়া
  18. ঝুকি নেওয়ার ক্ষমতা থাকা
  19. ব্যক্তিগত উন্নয়নের জন্য কাজ করা
  20. প্রচুর বই পড়ার অভ্যাস থাকা
  21. আইসিটি এবং ব্যবস্থাপনার উপর গভির জ্ঞান থাকা
  22. সৎ এবং নিষ্ঠাবান হওয়া
  23. কাজের প্রতি অনেক আন্তরিক হওয়া
  24. অন্যের চেয়ে বেশি কাজ করা
  25. অন্যের চেয়ে বেশি জানা
  26. ভুল থেকে শিক্ষা গ্রহন করা
  27. আত্তসমলোচনা করে নিজের মধ্যে পরিবর্তন করা
  28. সবসময় ইতিবাচক চিন্তা করা
  29. মানুষ তার স্বপ্ন সমান বড় তা বিশ্বাস করে এগিয়ে যাওয়া
  30. অধ্যবসায় করা
  31. সর্বোপুরি একজন ভাল মানুষ হওয়া চেষ্টা করা

সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ

No comments

Powered by Blogger.