কর্মক্ষেত্রে সফলতার উপায়
কর্মক্ষেত্রে সফলতার উপায়
- যথা সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া
- নম্র, ভদ্র এবং মার্জিত পোষাক পরিধান করা
- অর্পিত দায়ীত্ব সম্পর্কে গভির জ্ঞান অর্জন করা
- নির্দিষ্ট সময়ে কার্য সম্পাদন করা
- দক্ষতা ও কর্ম তৎপরতা থাকা
- অন্যের সমলোচনা থেকে বিরত থাকা
- গীবত থেকে ১০০% বিরত থাকা
- সহকর্মীদের সাথে সু-সম্পর্ক তৈরি করা
- যোগাযোগ দক্ষতা অর্জন করা
- সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা অর্জন করা
- অনুপ্রেরণা দান করার ক্ষমতা থাকা
- আধুনিক ও সৃজনশীল হওয়া
- সময়ের সদ্ব্যব্যবহার
- সবসময় হাসিখুসি থাকা
- পরিকল্পনা অনুযায়ী কাজ করা
- অন্যেক সাধ্য অনুযায়ী সাহায্য করা
- অনেক সামাজিক হওয়া
- ঝুকি নেওয়ার ক্ষমতা থাকা
- ব্যক্তিগত উন্নয়নের জন্য কাজ করা
- প্রচুর বই পড়ার অভ্যাস থাকা
- আইসিটি এবং ব্যবস্থাপনার উপর গভির জ্ঞান থাকা
- সৎ এবং নিষ্ঠাবান হওয়া
- কাজের প্রতি অনেক আন্তরিক হওয়া
- অন্যের চেয়ে বেশি কাজ করা
- অন্যের চেয়ে বেশি জানা
- ভুল থেকে শিক্ষা গ্রহন করা
- আত্তসমলোচনা করে নিজের মধ্যে পরিবর্তন করা
- সবসময় ইতিবাচক চিন্তা করা
- মানুষ তার স্বপ্ন সমান বড় তা বিশ্বাস করে এগিয়ে যাওয়া
- অধ্যবসায় করা
- সর্বোপুরি একজন ভাল মানুষ হওয়া চেষ্টা করা
সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ
No comments