খারাপ মানুষ চেনার উপায়

খারাপ মানুষ চেনার উপায়
সব খারাপ মানুষ দেখতে অবিকল ভাল মানুষের মত তাই চেনা খুব কষ্ট কর। তবে তার চরিত্রের কিছু খারাপ দিগ রয়েছে আমরা আজকে সেই সব খারাপ দিগ গুলো জানার এবং বুঝার চেষ্টা করবঃ
  1. নামকরা মিথ্যাবাদী
  2. স্বার্থপর লোভী
  3. অন্যের ক্ষতি করতে বিন্দু পরিমান চিন্তা করে না
  4. চরিত্রহীন
  5. নিচু মনের অধিকারী
  6. কখনো পরাজয় স্বীকার করে না
  7. যুক্তিতে হারতে চায় না
  8. নিজেকে সব জান্তা মনে করে
  9. সবাইকে সন্দেহ করে
  10. সামান্য ব্যপারে রেগে যায় এবং আঘাত করে
  11. যে দিগে বৃষ্টি যে দিগে ছাতা ধরা প্রকৃতির প্রানী
  12. সত্য-মিথ্যার পার্থক্য বুজতে চায় না
  13. অন্যের প্রতি শ্রদ্ধাশীল না
  14. কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে
  15. গোপনীতা রক্ষা করে না
  16. মানুষের দূর্বলতায় আঘাত করে
  17. সুযোগ সন্ধানী
  18. সে অনেক বড় একটা অমানুষ
সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ

No comments

Powered by Blogger.