একটি আর্দশ মিটিং/সভার বৈশিষ্ট্য
একটি আর্দশ মিটিং-এর বৈশিষ্ট্য
- নির্দিষ্ট আলোচ্য বিষয় নির্ধারণ
- নির্দিষ্ট সময় নির্ধারণ
- নির্দিষ্ট সময়ের পূর্বে অংশগ্রহনকারীদের অবহতিকরণ
- সময়মত মিটিং শুরু করা
- সময়মত উপস্থিত হওয়া
- আলোচ্য বিষয়টি আলোচনা করার জন্য প্রস্তুতি গ্রহন করে আসা
- আলোচ্য বিষয়টি সবার সামনে স্পস্টভাবে উপস্থাপন করা
- প্রত্যেকের মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করা
- একজন কথা বলার সময় বাধা না দেওয়া
- সাইড কনভারশেসন না করা
- রেজুলেশন খাতা নিশ্চিত করা
- গনতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা
- গুরুত্বের সাথে সমোলচনা শুনা এবং বিশ্লেষন করা
- আত্বসমোলচনা করা এবং ইতিবাচক থাকা
- কাউকে লজ্জিত/ছোট না করা
- সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া
- সবাইকে নম্র, ভদ্র এবং মার্জিত পোষাক পরিধান করা
- ভিন্ন দৃষ্টি কোন থেকে আলোচ্য বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা
- পজিটিভ এবং নেগেটিব ইম্প্যাক্ট বুঝার চেষ্টা করা
- কল্যানকর এবং দীর্ঘ স্থায়ী সিদ্ধান্ত গ্রহন করা
- নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করা
- তথ্যর গোপনীতার রক্ষার নিশ্চয়তা নিয়ে মিটিং সমাপ্ত করা
সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ
No comments