একটি আর্দশ মিটিং/সভার বৈশিষ্ট্য


একটি আর্দশ মিটিং-এর বৈশিষ্ট্য

  1. নির্দিষ্ট আলোচ্য বিষয় নির্ধারণ
  2. নির্দিষ্ট সময় নির্ধারণ
  3. নির্দিষ্ট সময়ের পূর্বে অংশগ্রহনকারীদের অবহতিকরণ
  4. সময়মত মিটিং শুরু করা
  5. সময়মত উপস্থিত হওয়া
  6. আলোচ্য বিষয়টি আলোচনা করার জন্য প্রস্তুতি গ্রহন করে আসা
  7. আলোচ্য বিষয়টি সবার সামনে স্পস্টভাবে উপস্থাপন করা
  8. প্রত্যেকের মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করা
  9. একজন কথা বলার সময় বাধা না দেওয়া
  10. সাইড কনভারশেসন না করা
  11. রেজুলেশন খাতা নিশ্চিত করা
  12. গনতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণ করা
  13. গুরুত্বের সাথে সমোলচনা শুনা এবং বিশ্লেষন করা
  14. আত্বসমোলচনা করা এবং ইতিবাচক থাকা
  15. কাউকে লজ্জিত/ছোট না করা
  16. সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া 
  17. সবাইকে নম্র, ভদ্র এবং মার্জিত পোষাক পরিধান করা
  18. ভিন্ন দৃষ্টি কোন থেকে আলোচ্য বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করা
  19.  
  20. পজিটিভ এবং নেগেটিব ইম্প্যাক্ট বুঝার চেষ্টা করা
  21. কল্যানকর এবং দীর্ঘ স্থায়ী সিদ্ধান্ত গ্রহন করা
  22. নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করা
  23. তথ্যর গোপনীতার রক্ষার নিশ্চয়তা নিয়ে মিটিং সমাপ্ত করা

সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ


No comments

Powered by Blogger.