তিনটি উপদেশ সবার জন্য


তিনটি উপদেশ সবার জন্য
একবার পড়ে দেখুন দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবেঃ

  1. তিনটি জিনিষ নিয়ন্ত্রনে রাখুন-               ১/রাগ,      ২/জিহ্ববা,          ৩/অন্তর
  2. তিনটি জিনিষ পবিত্র রাখুন-                  ১/শরীর,    ২/পোষাক,       ৩/আত্তা
  3. তিনটি জিনিষের জন্য যুদ্ধ করুন-         ১/ধর্ম,       ২/দেশ,             ৩/জাতী
  4. তিনটি জিনিষ প্রকৃত সম্পদ-                 ১/বিদ্যা,    ২/ভদ্রতা,          ৩/ইবাদত
  5. তিনটি জিনিষ প্রিয় জানুন-                    ১/ঈমান,   ২/সত্যবাদিতা,  ৩/অংগীকার
  6. তিনটি জিনিষ অভ্যাস করুন-                ১/নামাজ,  ২/জিহাদ,        ৩/হালাল রুজি
  7. তিনটি জিনিষ চিন্তা করে ব্যবহার ক্রুন-১/কলম,    ২/কসম,          ৩/কদম
  8. তিনটি জিনিষ থেকে দূরে থাকুন-           ১/মিথ্যা,    ২/অহংকার,      ৩/অভিশাপ

আহ্ববানে,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ

No comments

Powered by Blogger.