মন বসে না পড়ার টেবিলে
মন বসে না পড়ার টেবিলে
আমরা প্রতিনিয়ত বলি আজকে পড়ব না কালকে পড়ব, সকালে পড়ব বা বিকেলে পড়ব এই বলে বলে আর কখনই পড়ার টেবিলে বসা হয় না পরিশেষে ফলাফল শূন্য। তাই আজকে আমরা জানার চেষ্টা করব ঠিক কি কি কারণে পড়তে ইচ্ছে করে না।
নিচের কারণগুলোর সাথে মিলিয়ে নিনঃ
- মোবাইল, ফেইসবুক, মেসেংজার ইউটিউব এবং টিকটকে বেশি সময় দেওয়া
- অতিরিক্ত রাত জাগা যার ফলে দেরিতে ঘুম থেকে ওঠতে হয় এবং সারাবেলা আনমনা হয়ে থাকতে হয়
- পড়া-শোনার গুরুত্ব না বুঝা
- পড়ার পরিবেশ না থাকা
- পড়ার রুটিন না থাকা
- বড় হওয়ার স্বপ্ন না থাকা
- পরিক্ষার আগে সব পরে শেষ করে ফেলব তা চিন্তা করে বসে থাকা
- নিয়মিত বিদ্যালয়ে না যাওয়া
- সচেতন পিতা-মাতা/অভিবাবক না থাকা
- জবাবদিহিতা না থাকা
- আত্ববিশ্বাস না থাকা
- নেগেটিব চিন্তা করা
- সময়ের কাজ সময় মত না করা
- প্রতিযোগিতা দিয়ে সস্তায় প্রেম করা
- খারাপ বন্ধুর সংগতা ত্যাগ না করা
- নির্দিষ্ট লক্ষ্য না থাকা
- ইচ্ছা শক্তির সর্বোচ্চ ব্যবহার না করা
- কিছু বদ-অভ্যাস প্রতিনিয়ত চর্চা করা
- নিজেকে ভাল না বেসে অন্যকে ভালবাসা
পরিশেষে একটা কথা বলতে চাই “জীবনটা হল একটা ছবি আকার মত, যত সুন্দর করে আকার চেষ্টা করবেন টিক ততটা সুন্দর হয়ে আপনা সামনে আসবে। নিজেকে ভালসুন নিয়মিত পড়া-শোনা করুন। উপরের প্রত্যেকটা কারণ বুঝার চেষ্টা করুন এবং পড়ার টেবিলে মন বসান। মানুষ তার স্বপন সমান বড়।
আহ্ববানে,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ
No comments