সন্তানের প্রতি অভিবাবকদের দায়ীত্ব ও কর্তব্য


সন্তানের প্রতি অভিবাবকদের দায়ীত্ব কর্তব্য

  1. সন্তানের উপর পিতা-মাতার হকসমূহ ১০০% আদায় করা
  2.  ১০০% ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা
  3. একটা ভাল স্কুলে ভর্তি নিশ্চিত করা (প্লে থেকে ফাইভ পর্যন্ত মাদরাসা হলে উওম)
  4. বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা
  5. বাবা/মা যে কোন একজন সন্তানের পড়া-শোনার বেপারে তদারকি করতে হবে
  6. সন্তানকে প্রচুর সময় দিতে হবে
  7. নোট/গাইডের উপর নির্ভরতা কমাতে হবে
  8. নিয়মিত স্কুলে গিয়ে শিখন অগ্রগতির খোজ-খবর নিতে হবে
  9. বিদ্যালয়ের কর্মকান্ডে অংশগ্রণ করা এবং পরামর্শ প্রদান করা
  10. সন্তানকে জানুন, বুঝুন এবং পর্যাপ্ত সময় দিন
  11. সন্তানের সাথে বন্ধুত্ব গঠন করুন
  12. ভুল সংশোধন এবং  ভালোর জন্য পুরস্কার প্রদান করুন
  13. টেকনোলোজির খারাপ প্রভাব সম্পর্কে সন্তানকে অবহতি করুন
  14. পারিবারিক লাইব্রেরি তৈরি করুন
  15. সন্তানের সামনে মিথ্যা পরিহার করুন
  16. সন্তানকে যেভাবে দেখতে চান আপনা তা আগে করে দেখান
  17. মেধা বিকাশে স্থান পরিদর্শন করুন
  18. পিতা-মাতা হিসেবেও পড়াশোনা করতে হবে
  19. নিউজপেপার রাখা এবং পড়ার অভ্যাস তৈরি করুন
  20. পরিক্ষার ফলাফল মূল্যান করুন তার ক্ষমতা অনুযায়ী 
  21. ভাবির ছেলের সাথে তুলনা করা বন্ধ করতে হবে


সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ

No comments

Powered by Blogger.