সন্তানের প্রতি অভিবাবকদের দায়ীত্ব ও কর্তব্য
সন্তানের প্রতি অভিবাবকদের দায়ীত্ব ও কর্তব্য
- সন্তানের উপর পিতা-মাতার হকসমূহ ১০০% আদায় করা
- ১০০% ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা
- একটা ভাল স্কুলে ভর্তি নিশ্চিত করা (প্লে থেকে ফাইভ পর্যন্ত মাদরাসা হলে উওম)
- বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা
- বাবা/মা যে কোন একজন সন্তানের পড়া-শোনার বেপারে তদারকি করতে হবে
- সন্তানকে প্রচুর সময় দিতে হবে
- নোট/গাইডের উপর নির্ভরতা কমাতে হবে
- নিয়মিত স্কুলে গিয়ে শিখন অগ্রগতির খোজ-খবর নিতে হবে
- বিদ্যালয়ের কর্মকান্ডে অংশগ্রণ করা এবং পরামর্শ প্রদান করা
- সন্তানকে জানুন, বুঝুন এবং পর্যাপ্ত সময় দিন
- সন্তানের সাথে বন্ধুত্ব গঠন করুন
- ভুল সংশোধন এবং ভালোর জন্য পুরস্কার প্রদান করুন
- টেকনোলোজির খারাপ প্রভাব সম্পর্কে সন্তানকে অবহতি করুন
- পারিবারিক লাইব্রেরি তৈরি করুন
- সন্তানের সামনে মিথ্যা পরিহার করুন
- সন্তানকে যেভাবে দেখতে চান আপনা তা আগে করে দেখান
- মেধা বিকাশে স্থান পরিদর্শন করুন
- পিতা-মাতা হিসেবেও পড়াশোনা করতে হবে
- নিউজপেপার রাখা এবং পড়ার অভ্যাস তৈরি করুন
- পরিক্ষার ফলাফল মূল্যান করুন তার ক্ষমতা অনুযায়ী
- ভাবির ছেলের সাথে তুলনা করা বন্ধ করতে হবে
সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ
No comments