একজন আর্দশ শিক্ষকের গুনাবলি


একজন আর্দশ শিক্ষকের গুনাবলি

  1. সু-শিক্ষায় শিক্ষিত
  2. সু-ব্যবক্তিত্বসম্পন্ন
  3. সু-স্বাস্থের অধিকারী
  4. সু-সম্পদের অধিকারী
  5. সু-সচেতন, দায়ীত্বশীল এবং নিষ্ঠাবান
  6. আর্দশ আর পোষাকে দাগ লাগতে দেয় না
  7. আধুনিক সৃজনশীল
  8. একজন ভাল ছাত্র-নিয়মিত পড়া শোনা করেন
  9. নিয়মিত বই, খবরের কাগজ এবং ম্যাগাজিন পড়েন
  10. বিষয় ভিত্তিক গভীর জ্ঞান অর্জন
  11. সহজ করে বুঝানোর ক্ষমতা অর্জন
  12. আকর্ষনিয় উপস্থাপনা/দূরদর্শিতা/উপস্থিত বুদ্ধিসম্পন্ন
  13. একজন ভাল অভিনেতা/নেতৃত্বদান ক্ষমতা/একজন দক্ষ পরিচালক
  14. নৈতিক মূল্যবোধ সম্পন্ন
  15. কাজের প্রতি গভির ভালবাসা আন্তরিক
  16. স্বচ্ছ ভাবে পরিক্ষা গ্রহণ মূল্যায়ন এবং ফলাফল প্রকাশ
  17. সহনশীল, ধৈর্য্যশীল এবং একজন অধ্যবসায়ী
  18. অধিক মানবিক নমনীয়
  19. উতসাহ দানকারী এবং একজন আইডল
  20. কৌতুহলি, রসিক এবং আনন্দদান কারী
  21. ছাত্র-ছাত্রীদের সত্যের পথে পরিচালনকারি
  22. জাতী গঠনের কারিগর
  23. একজন আর্দশ শিক্ষক অগনিত গুনের অধিকারী


সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ

No comments

Powered by Blogger.