একজন আর্দশ শিক্ষকের গুনাবলি
একজন আর্দশ শিক্ষকের গুনাবলি
- সু-শিক্ষায় শিক্ষিত
- সু-ব্যবক্তিত্বসম্পন্ন
- সু-স্বাস্থের অধিকারী
- সু-সম্পদের অধিকারী
- সু-সচেতন, দায়ীত্বশীল এবং নিষ্ঠাবান
- আর্দশ আর পোষাকে দাগ লাগতে দেয় না
- আধুনিক ও সৃজনশীল
- একজন ভাল ছাত্র-নিয়মিত পড়া শোনা করেন
- নিয়মিত বই, খবরের কাগজ এবং ম্যাগাজিন পড়েন
- বিষয় ভিত্তিক গভীর জ্ঞান অর্জন
- সহজ করে বুঝানোর ক্ষমতা অর্জন
- আকর্ষনিয় উপস্থাপনা/দূরদর্শিতা/উপস্থিত বুদ্ধিসম্পন্ন
- একজন ভাল অভিনেতা/নেতৃত্বদান ক্ষমতা/একজন দক্ষ পরিচালক
- নৈতিক মূল্যবোধ সম্পন্ন
- কাজের প্রতি গভির ভালবাসা ও আন্তরিক
- স্বচ্ছ ভাবে পরিক্ষা গ্রহণ ও মূল্যায়ন এবং ফলাফল প্রকাশ
- সহনশীল, ধৈর্য্যশীল এবং একজন অধ্যবসায়ী
- অধিক মানবিক ও নমনীয়
- উতসাহ দানকারী এবং একজন আইডল
- কৌতুহলি, রসিক এবং আনন্দদান কারী
- ছাত্র-ছাত্রীদের সত্যের পথে পরিচালনকারি
- জাতী গঠনের কারিগর
- একজন আর্দশ শিক্ষক অগনিত গুনের অধিকারী
সম্পাদনায়,
মোঃ মাছুম বিল্লাহ সজিব
একজন স্বপ্নবাজ মানুষ
No comments