কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, "আমি কে?
কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, "আমি কে?"
আমার হয়তো একটা নাম আছে, আমি হয়তো কারো ছেলে বা মেয়ে, কিন্তু তারপর? অনেকের উত্তর অনেক রকম হলেও একটা উত্তর কিন্তু সবারই এক হবে-"সবার প্রথমে আমি একজন মানুষ"।
আর আমি একজন মানুষ বলেই কোন কাজকে অসম্ভব মনে হলেও একরাশ আশা রাখি যে কাজটা আমি করতে পারব, বেশ ভালভাবেই পারব। যখন আমি বারবার হেরে যাই, তখনও আমি ভাবি আমাকে এটা করতেই হবে। মনে জেদ চেপে বলি, " তোকে আমি করেই ছাড়ব।" যখন সবাই আমাকে বাধা দেয়, আমি তখনো কোন না কোন উপায় বের করেই ফেলি আমি যা করতে চাচ্ছি তা করার।
যখন আমি নিজেকে বিশ্বাস করি তখন আমাকে কেউ আটকাতে পারে না। হ্যা, আমি মাঝে মাঝে ভুল করি, কখনো হয়তোবা অনেক বড় ভুল করে ফেলি। কিন্তু আমি এই ভুলগুলো থেকেই শিখি । আমার সামনে যখন কেউ একই ভুল করতে যায় আমি তাকে থামাতে চেষ্টা করি, কেন থামাই? কারন, আমি ভালবাসতে জানি। একারনেই আমি অন্যের বিপদে তাকে সাহায্য করতে ছুটে যাই, সে যখন কাঁদে তার সাথে হয়তো আমিও কাঁদি।
কিন্তু এই মানুষগুলাই হয়তো মাঝে মাঝে আমাকে অনেক কষ্ট দেয়, আমাকে হতাশ করে দেয়। সবসময় আমি সফল হতে পারি না, কখনো কখনো আমি জীবনের রাস্তায় মুখ থুবড়ে পড়ে যাই। সেই অন্ধকারের মাঝে আমাকে আমারই মত আরেকজন আশার ছোট্ট আলোকরশ্নি দেখায়। আমি আবারো উঠে দাঁড়াই, আবার চলা শুরু করি নতুন উদ্যমে। আর আমার চলার পথে আমার সাথী হয়ে থাকে আমার আত্মবিশ্বাস, লক্ষ্য, সাহস আর অনুপ্রেরণা।।
No comments