জেনে রাকুন কাজে লাগবে



শুধুমাত্র সেই ব্যক্তিকেই বিশ্বাস করুন যিনি নিচের তিনটি জিনিস বুঝতে পারেনঃ-
♥=>
আপনার নীরবতার পেছনে গোপন করা কারন।
♥=>
আপনার হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট।
♥=>
আপনার রাগের পেছনে লুকিয়ে থাকা ভালবাসা।

একদিন এক কৃষকের গাধা একটা গর্তে পড়ে গেল। প্রানীটি কয়েক ঘণ্টা ধরে চিৎকার করতে লাগল এবং তাঁর মালিকও চিন্তা করল তাকে কি করা যায়। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন গাধাটির অনেক বয়স হয়েছে, তাই এটা মোটেই খারাপ হবে না যদি তাকে মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে মেরে ফেলা হয়।

তিনি তার প্রতিবেশীদের আমন্ত্রণ জানালো তাকে সাহায্য করার জন্য। তারা সবাই একটি করে বেলচা নিল এবং ওই গর্তে মাটি ফেলতে লাগলো। প্রথমে গাধাটি বুঝল যে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হচ্ছে গাধাটি আরও বেশী চিৎকার করতে লাগলো।

গর্তে কিছু মাটি ফেলার পর, কৃষক শেষ বারের মতো গর্তের দিকে দেখল, তিনি বিস্মিত হয়ে গেল গর্তে যা দেখল। গর্তে যত বার বেলচা থেকে মাটি পরতে লাগলো, গাধাটা তা দেহ থেকে মাটি গুলো ঝেড়ে সে মাটির উপর তার পা গুলো রাখতে লাগলো। কৃষকের প্রতিবেশীরা অবিরাম ভাবে বেলচা দিয়ে মাটি ফেলতে লাগলো এবং প্রানীটি একইভাবে তার দেহ থেকে মাটি গুলো ঝেড়ে সে মাটির উপর তার পা গুলো রাখতে লাগলো। একসময় দেখা গেল গাধাটা ঠিক গর্তের উপরে উঠে আসল এবং তার জীবনটা ফিরে পেল।

শিক্ষাঃ এই গাধাটার মতই প্রতিনিয়ত ময়লা এসে আমাদের জীবনে পরছে। জীবনকে যদি সুন্দর করতে চান ময়লা গুলো জীবন থেকে ঝেড়ে ফেলে উপরের দিকে যান। জীবনের প্রতিটি সমস্যা এক একটি মাটি ভরা বেলচার মতো, আমরা সমস্যার চাপে হারিয়ে যেতে পারি যদি না সেগুলো ঠেলে তার উপর দাঁড়াতে না পারি।

একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো, ''ভালবাসা কি?''
শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব,কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে।আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''

''
কিন্তু
একটা শর্ত আছে,তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজ়ে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা আর নিতে পারবে না''

ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু সে ভাবলো...হয়তো সামনের সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।

পরে,যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল। ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনেই ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না।

তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এল।

টিচার তাকে বললো,''....এটাই ভালবাসা....তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো,কিন্তু তবু আরো ভাল কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো,এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে যে,তোমার জন্য সবচেয়ে ভাল মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছো।তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না''

২১ বছর বয়সে তিনি ব্যবসায়ে লস করেন। ২২ বছর বয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন। ২৩ বছর বয়সে আবারও ব্যবসায়ে লস করেন। ২৬ বছর বয়সে হারান প্রিয়তমা স্ত্রীকে ২৭ বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়। ৩৪ বছর বয়সে কংগ্রেস নির্বাচনে হেরে যান। ৪৫ বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান। ৩৭ বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া হলো। ৪৯ বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন। এবং ৫২ বছর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট।

তিনি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। এতগুলো হারের পরও যিনি কখনো ভাবেন নি, রাজনীতি আমার জন্যে নয়। আর তাইতো তিনি হতে পেরেছিলেন আমেরিকার সর্বকালের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন।

ব্যর্থতা মানে নিচে পড়ে যাওয়া নয়,নিচে পড়ে যাওয়ার পরও উঠে দাঁড়ানোর চেষ্টা না করা হল ব্যর্থতা আব্রাহাম লিংকন আমাদের শিখিয়েছেন কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়।

কেউ আপনাকে সাহায্য করতে না চাইলে হতাশ হবেন না।
আইনস্টাইনের সেই কথাটি মনে রাখুন:
‘‘
যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদেরনাএর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।’’

তোমার হাতে সময় সীমিত। তাই ভিন্ন মানুষের জীবন যাপন করে সেটাকে নষ্ট করো না। ভ্রান্ত কোনও বিশ্বাসের বেড়াজালে নিজেকে আটকে ফেলো না; অন্য মানুষের চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবনটা যাপন করো না। অন্য মানুষের মতামতের দ্বারা প্রভাবিত হয়ে তোমার নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেল না।
তোমার হাতে সময় সীমিত। তাই ভিন্ন মানুষের জীবন যাপন করে সেটাকে নষ্ট করো না। ভ্রান্ত কোনও বিশ্বাসের বেড়াজালে নিজেকে আটকে ফেলো না; অন্য মানুষের চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে নিজের জীবনটা যাপন করো না। অন্য মানুষের মতামতের দ্বারা প্রভাবিত হয়ে তোমার নিজের ভেতরের মানুষটাকে মেরে ফেল না।




বিরাট মনের অধিকারীরা একে অপরের সাথে বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করেন, সাধারন মনের অধিকারীরা চলমান ঘটনাবলী নিয়ে এবং ছোট মনের অধিকারীরা বিভিন্ন মানুষের ব্যাক্তিগত জীবন নিয়ে আলোচনা করে থাকে। ~ইলিনর রুজভেল্ট।

কেউ যদি মনে করে যে তারা জীবনে কোন ভুল করেননি তাহলে প্রতীয়মান যে তারা জীবনে নতুন কোন কিছু করার চেষ্টা করেননি "

আপনার জীবনে ব্যার্থতা আর সাফল্যের মাঝে শুধু একটি জিনিস বিদ্যমান।তা হলো- "বিশ্বাস" একজন মানুষ ব্যার্থ কিংবা সফল হয় তার মনে গেঁথে থাকা বিশ্বাসের কারনেই।

আপনার আশে পাশের মানুষেরা যখন আপনাকে বারবার ব্যার্থতার গল্প শুনাবে তখনি আপনি বিশ্বাস করতে শুরু করবেন, " কাজটি কেউ পারেনি, আমাকে দিয়েও হবে না"।।

কিন্তু না।। আমাদের সবচেয়ে বড় সমস্যা, "আমরা কোন বিষয়ে তার কাছেই পরামর্শের জন্য ছুটে যাই, যে সে বিষয়ে সফল হয় নি। তার হতাশা শুনে আমরা ভুলে যাই যে, বিষয়েও কেউ সফল হয়েছিল।"

একটা দিনে আপনি যদি কোন সমস্যার মুখোমুখি না হোন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে ভ্রমন করছেন ~ স্বামী বিবেকানন্দ।

সাহায্য করো,
কিন্তু নিজেকে কখনো ব্যবহৃত হতে দিও না
অন্যের কথা শুনো,
কিন্তু কখনো নিজের কন্ঠকে হারিয়ে যেতে দিও না।
বিশ্বাস করো,
কিন্তু শিশুসুলভ সারল্য নিয়ে নয়।
ভালবাসো,
কিন্তু কখনো নিজের অবমাননা হতে দিও না।
সাহায্য করো,
কিন্তু নিজেকে কখনো ব্যবহৃত হতে দিও না
অন্যের কথা শুনো,
কিন্তু কখনো নিজের কন্ঠকে হারিয়ে যেতে দিও না।
বিশ্বাস করো,
কিন্তু শিশুসুলভ সারল্য নিয়ে নয়।
ভালবাসো,
কিন্তু কখনো নিজের অবমাননা হতে দিও না।

হলিউড অভিনেতা ব্রাড পিট প্রথম জীবনে 'এল পল্লো লোসো' নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেল বয় এর কাজ করতো।

নিকোলাস ক্রেজ 'ফেয়ারফ্যাক্স' থিয়েটারে পপকর্ন বিক্রি করতো।

আপনার প্রিয় গায়ক বন জোভি প্রথম জীবনে বাড়িঘর সাজানোর ডেক
োরেটরের কাজ করতো।

✰✰ আমার প্রিয় অভিনেতা 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' খ্যাত জনি ডেপ ছোটোবেলায় রাস্তায় রাস্তায় বল পয়েন্ট কলম বিক্রি করতো!

কে বলতে পারে জীবন কাকে কখন কোথায় নিয়ে যাবে ! তাই যে অবস্থাতেই থাকুন না কেন,বিশ্বাস হারাবেন না,একটু অপেক্ষা করেই দেখুন না,জীবন কি রেখেছে সামনে...

মানুষ কাঁচের জানালার মত। যখন সূর্য উঠে তখন সূর্যের আলোয় ঝকমক করে এবং দ্যুতি ছড়ায়, কিন্তু যখন বাইরে অন্ধকার ছেয়ে যায় তখন শুধুমাত্র তাদেরই সৌন্দর্য প্রকাশ পায় যাদের অন্তরে আলো আছে।

ভাললাগা এবং ভালবাসার মধ্যে পার্থক্য কি?
আপনি যখন একটি ফুলকে পছন্দ করেন, তখন এটি গাছ থেকে ছিড়ে ফেলেন; কিন্তু আপনি যখন একটি ফুলকে ভালবাসেন, তখন আপনি গাছটিতে পানি দিয়ে ফুলটির পরিচর্যা করেন। :)

আলোর মাঝে আলো যখন জলে তখন সেই আলোর দাম থাকে না। কিন্তু অন্ধকারে আলো জালিয়ে দিলে তখন সেই আলোর প্রয়োজনীয়তা সত্যিকার ভাবে অনুভব করা যায়। তাই আসুন, অন্ধকারে আলো জ্বালি।

সত্যি সত্যিই কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেনই আপনি, আর না চাইলে পাবেন অজুহাত।আসুন একটু রাস্তা খোঁজার চেষ্টা করি।

সবসময় চাই হাসতে , কিন্তু পাশের মানুষগুলো কখনো কখনো কাঁদতে বাধ্য করে |তবে আমিও থেমে নেই ...হাসছি .. হেসে যাবো সারাজীবন :)

হাসুন, জীবনকে উপভোগ করুন। হেরে যাবার নাম জীবন নয়।
হেরে যাওয়াটা জীবনের একটি অংশ মাত্র। যে হারতে পারে, সে জিততেও জানে।
হেরে গিয়ে জীবনকে স্থবির করে দেওয়ার কোন মানে নেই, বরং জয় লাভ করে প্রশান্তির হাসি দেওয়ার নামই "জীবন"


No comments

Powered by Blogger.