ছাত্র-ছাত্রীদের নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী কে

ছাত্র-ছাত্রীদের নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী কে? 
এই প্রশ্নের উওর একটাই 
ধর্মীয় শিক্ষার অভাবই ছাত্র-ছাত্রীদের নোইতিক অবক্ষয়ের জন্য দায়ী।
 তারপরের কারণগুলো হয়ত, পরিবার, সমাজ, শিক্ষা-প্রতিষ্ঠান এবং পরিশেষে রাষ্ট্র। 

আমরা প্রায়ই পত্রিকা খুললে দেখি নৈতিক অবক্ষয়ের কারণে আত্বহত্যা, মাধকগ্রহন এমনি জন্মদাতা পিতা-মাতা পর্যন্ত হত্যা করতে প্রস্তুত।
আমরা যদি কিছু পেছনের কারণ গুলো খুজার চেষ্ঠা করি দেখব যে ঠিক নিচের এই কারণগুলো বিদ্যমানঃ
  1. সঠিক শিক্ষার অভাব
  2. পারিবারিক এবং ধর্মীয় শিক্ষার অভাব
  3. সামাজিক মূল্যভোধের অভাব
  4. শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নৈতিক শিক্ষার অভাব
  5. শিক্ষাংগণে রাজনৈতিক অস্থিরতা 
  6. পিতা-মাতার দায়ীত্ববোধের অভাব
  7. বেকারত্বের প্রভাব
  8. মাধকের ছড়াছড়ি
  9. পাশ্চ্যেত্যের অপসংস্কৃতি
  10. ব্লু-ফ্লিমের ছড়াছড়ি
  11. অবাধ দূর্নীতি
  12. শিক্ষা, চিকিতসা, সবক্ষেত্রে দূর্নীতি
আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে নিয়ে সমাধানের রাস্তা খুজতে হবে অন্যথায় পরিবার, সমাজ এবং রাষ্ট্র চরম মূল্য দিতে হবে।

No comments

Powered by Blogger.