ভাল চাকুরি পাওয়ার জন্য যোগ্যতা

চাকুরী পাওয়ার জন্য যে যে যোগ্যতাগুলো অর্জন করতে হবে তা নিচে দেওয়া হলঃ
১। ভাল ফলাফল সহিত উচ্চতর শিক্ষার একটি সার্টিফিকেইট

২। আন্তর্জাতিক ভাষা সম্পর্কে গভীর জ্ঞান

৩। কম্পিউটার সম্পর্কে ভাল ধারণা একটি অফিস ব্যবস্থাপনা সার্টিফিকেইট সহিত 

৪। আইসিটি সম্পর্কে উন্নতমান জ্ঞান

৫। কিছু ইন্টার পারসোনাল স্কীল সার্টিফিকেইট

৬। সেন্স অফ হিউম্যার 

৭। ভাল ভাবে উপস্থাপনার দক্ষতা 

৮। বিসনেস কমিউনিকেশন স্কীলস

৯। চাকুরী পাওয়ার জন্য যাবতীয় পড়াশোনা

১০। প্রতিনিয়ত ৫ওয়াক্ত নামাজ পড়া 

চাকুরী ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। সবাই আজ থেকে শুরু করে দেন।

No comments

Powered by Blogger.