আমাদের জীবনটা বড়ই অদ্ভুত


আমাদের জীবনটা বড়ই অদ্ভুত...
আমরা দামী ব্রান্ডের কাপড় পড়তে চাই,
কিন্তু কম দামের সাধারন কাপড় পড়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি...
...
আমরা ফাইভ স্টার হোটেলে নামী দামী মানুষদের সাথে বসে লাঞ্চ করতে চাই
কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে খাওয়াটাই আমাদের কাছে বেশি আনন্দের।

আমদের হয়তো ৬৪ জিবি এর আইপডে ভর্তি গান থাকতে পারে,
কিন্তু কখনো কখনো রেডিওতে শোনা একটা গান যে আনন্দ,
আর পরিতৃপ্তি দেয় তার সাথে কোনোকিছুর তুলনাই চলে না।

জীবনটা আসলেই খুব সাধারন,
আমরাই একে জটিল বানিয়ে ফেলি।

আমরা শুধু শুধুই সেসব জিনিসের পেছনে দৌড়াই যা আমাদের কখনোই সুখ দেয় না,
আসুন এই অন্ধ দৌড় থামিয়ে সেসব জিনিষের প্রতি দৃষ্টিপাত করি যা আমাদের দেহ মনকে
প্রকৃ্ত অর্থেই শান্তি দেয়

 

No comments

Powered by Blogger.