শিক্ষা মন্ত্রীদের কঠোর বার্তা

শিক্ষা মন্ত্রীদের কঠোর বার্তা-

দ্বিতীয় দিন অফিস করতে এসে কর্মকর্তা-কর্মচারীদের ‘কঠোর বার্তা’ দিলেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।


গত বুধবার তারা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেও মূলত অফিস শুরু করেছেন গত রোববার থেকে। গতকাল সোমবার তারা শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় পাঁচটি ইস্যুতে তারা গুরুত্ব দেন।

# আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষায় যে কোনো মূল্যে প্রশ্ন ফাঁস ঠেকাতে অধিকতর সতর্ক থাকা।

# নতুন শিক্ষাবর্ষে চলমান ভর্তি কার্যক্রমে অতিরিক্ত ফি আদায় বন্ধ।

# কোচিং বাণিজ্য বন্ধ।

# সব শিক্ষার্থী ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

# শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার ওপর দিকনির্দেশনা দেন তারা।

দুই মন্ত্রী স্পষ্টভাবে বলেন, প্রশ্ন ফাঁস রোধ করতে ব্যর্থ হলে সংশ্নিষ্টদের তার দায় নিতে হবে। কাজের জন্য প্রত্যেককে দায়বদ্ধ থাকতে হবে। দুর্নীতির মানসিকতা থাকলে এ মন্ত্রণালয় থেকে সেই কর্মকর্তা-কর্মচারীকে বিদায় করা হবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে মন্ত্রণালয়ের সর্বশক্তি নিয়োগ করারও নির্দেশ দেন তারা।

No comments

Powered by Blogger.