বন্ধু মানে...
বন্ধু মানে একটা চাঁদ
বন্ধু মানে একটা চাঁদ,
পাশে থেকে জেগে থাকা সারা রাত ।
বন্ধু মানে ছুটন্ত একটা নদী,
যার পাশে বসে থাকি নিরবধি ।
বন্ধু মানে উড়ন্ত একটা পাখি,
উড়ে যাবে জেনেও কি যে মায়ায় চেয়ে থাকি ।
বন্ধু মানে মিষ্টি ঠোঁটের হাসি,
মন চায় শুধু তোমায় ভালবাসি ।
বন্ধু মানে কিছু পাওয়া,
না পাওয়ার পরেও হাজার চাওয়া ।
বন্ধু মানে দুষ্ট একটা মন,
একটু অভিমানেই ঝরায় দু:খ দিয়ে শ্রাবণ ।
বন্ধু মানে হাজার স্বপ্ন মনের মাঝে পুষে রাখা,
বন্ধু মানে ছোট একটা আশা,
হৃদয় গহীনে লুকিয়ে রাখা ভালবাসা ।
বন্ধু মানে...
বন্ধু মানে খানিক ব্যথা, খনিক কষ্ট
খনিকটা অভিমান. . .
বন্ধু মানে মনের ভিতর কত যে আর্তনাদ !
বন্ধু মানে অস্থির তন, উড়ুউড়ু মন. . .
বন্ধু মানে খানিক পর পর শুধু শুধুই ফোন !
বন্ধু মানে ঠাট্টা-হাসি, মাস্তি-মজা. . .
বন্ধু মানে অনেকটা কাল ঘাড়ে বসে থাকা !
বন্ধু মানে রোদ আকাশে একটু খানি মেঘ,
বন্ধু মানে খরার মাঝে বানেই আসা জল. . .
বন্ধু মানে একলা দুপুর, ক্লান্ত বিকেল;
সবটা ভুলে যাওয়া. . .
বন্ধু মানে সাত সমুদ্র তের নদী
দৌড়ে পাড়ি দেওয়া. . .
বন্ধু মানে বুকের ভিতর জমিয়ে রাখা
অনেক ভালবাসা, আর ছোট্ট কিছু আশা. . .
বন্ধু মানে জীবনটা মোর তোর জন্যই রাখা. . .
বন্ধু মানে
কবি : সাইফুদ্দিন মাহমুদ
বন্ধু মানে বলতো কি?
বন্ধু মানে পাশে থাকা
বন্ধু মানে হৃদয়ে হৃদয়ে রাখা,
বন্ধু মানে ঝগড়া বিবাদ
বন্ধু মানে হাসি খুশির বাঁধ।
বন্ধু মানে বলতো কি?
বন্ধু মানে আকাশের মেঘ
বন্ধু মানে বাতাসের বেগ,
বন্ধু মানে মেঘলা আকাশে বৃষ্টি
বন্ধু মানে নতুন পরিবেশ সৃষ্টি।
বন্ধু মানে বলতো কি?
বন্ধু মানে নেই কোন কিছুর আশা
বন্ধু মানে শুধুই ভালবাসা,
বন্ধু মানে যা খুশি তাই
বন্ধু মানে আপন ভাই।
বন্ধু মানে বলতো কি?
বন্ধু মানে উত্তপ্ত রোধ
বন্ধু মানে একগাল ক্ষোভ,
বন্ধু মানে একসাথে পথফেরা
বন্ধু মানে একসাথে বাঁচামরা।
বন্ধুত্ব মানে কি?
কবি : মোহাম্মদ আকতার উজ জামান মুন্না
বন্ধু মানে কি?
বুঝতেই পারিনি।
বন্ধু মানেই কি
সুখ-দুঃখের সমান সমান ভাগ,
বন্ধু মানেই কি
একসাথে পথ চলা
এক সুরে কথা বলা
মনের গভীরে অজানা এক ডাক।
তাহলে কেন সামান্য বিষয়ে
বন্ধুত্বে ধরবে ফাটল,
বন্ধুর সুখে হাসবে না আর
দুঃখে আসবে না চোখ ফেটে জল।
সবই কি আমার ভুল ধারণা
জানিনা, হয়ত ঠিক, হয়ত বা ভুল,
তবুও সবার মনে উঠুক ফুটে
বন্ধুত্বের ফুল।
অনেকেই জানে, আবার অনেকে জানে না
দিতে বন্ধুত্বের মান,
তবুও সবার প্রতি রইল বন্ধুত্বের আহবান।
বন্ধু মানে
কবি : সৌরভ শুভ (কৌশিক )
বন্ধু মানে রোদেলা দুপুরে একটু শীতল ছায়া
বন্ধু মানে রোগীর প্রতি চিকিৎসকের মায়া।
বন্ধু মানে শীতের ভোরে রোদের উঞ্চতা পাওয়া
বন্ধু মানে বোরিং ক্লাসে বন্ধুর প্রঙ্ িদেওয়া।
বন্ধু মানে লংড্রাইভে ঘুরতে বেড়ানো
বন্ধু মানে অন্যের কাছে বন্ধুর দোষ লুকানো।
বন্ধু মানে মোবাইলে কখনো মিস কল না দেয়া
বন্ধু মানে হোটেলের বিল এগিয়ে নিয়ে নেয়া।
বন্ধু মানে সারাজীবন একসাথে পথ চলা
বন্ধু মানে ইচ্ছেমতো মনখুলে কথা বলা।
বন্ধু মানে সুখেদুখে একসাথে থাকা
বন্ধু মানে গরমকালে তালের হাতপাখা।
বন্ধু মানে ভেদাভেদ ভুলে দূরহতে কাছে আসা
বন্ধু মানে গরীবের প্রতি ধনীর ভালবাসা।
বন্ধু মানে নিঃসঙ্গতাকে একটু সঙ্গ দেয়া
বন্ধু মানে এতিমকে কাছে টেনে নেয়া।
বন্ধু মানে বাসের ভিড়ে সিট ছেড়ে দেয়া
বন্ধু মানে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়া।
বন্ধু মানে বন্ধু দিবস,বন্ধু প্যাকেজ ঘোষনা
বন্ধু মানে বন্ধু খোঁজা,ওয়েবসাইটে বন্ধুর ঠিকানা।
বন্ধু মানে আমার হাতের ছোট্ট মোবাইল খানা
বন্ধু মানে অনেক বিশাল সবটুকু নেই জানা।
বন্ধু মানে বন্ধু জানে বন্ধু মানে কি
বন্ধু ছাড়া তোমার আমার একদিনও চলে কি!
বন্ধু মানে একটা চাঁদ,
পাশে থেকে জেগে থাকা সারা রাত ।
বন্ধু মানে ছুটন্ত একটা নদী,
যার পাশে বসে থাকি নিরবধি ।
বন্ধু মানে উড়ন্ত একটা পাখি,
উড়ে যাবে জেনেও কি যে মায়ায় চেয়ে থাকি ।
বন্ধু মানে মিষ্টি ঠোঁটের হাসি,
মন চায় শুধু তোমায় ভালবাসি ।
বন্ধু মানে কিছু পাওয়া,
না পাওয়ার পরেও হাজার চাওয়া ।
বন্ধু মানে দুষ্ট একটা মন,
একটু অভিমানেই ঝরায় দু:খ দিয়ে শ্রাবণ ।
বন্ধু মানে হাজার স্বপ্ন মনের মাঝে পুষে রাখা,
বন্ধু মানে ছোট একটা আশা,
হৃদয় গহীনে লুকিয়ে রাখা ভালবাসা ।
বন্ধু মানে...
বন্ধু মানে খানিক ব্যথা, খনিক কষ্ট
খনিকটা অভিমান. . .
বন্ধু মানে মনের ভিতর কত যে আর্তনাদ !
বন্ধু মানে অস্থির তন, উড়ুউড়ু মন. . .
বন্ধু মানে খানিক পর পর শুধু শুধুই ফোন !
বন্ধু মানে ঠাট্টা-হাসি, মাস্তি-মজা. . .
বন্ধু মানে অনেকটা কাল ঘাড়ে বসে থাকা !
বন্ধু মানে রোদ আকাশে একটু খানি মেঘ,
বন্ধু মানে খরার মাঝে বানেই আসা জল. . .
বন্ধু মানে একলা দুপুর, ক্লান্ত বিকেল;
সবটা ভুলে যাওয়া. . .
বন্ধু মানে সাত সমুদ্র তের নদী
দৌড়ে পাড়ি দেওয়া. . .
বন্ধু মানে বুকের ভিতর জমিয়ে রাখা
অনেক ভালবাসা, আর ছোট্ট কিছু আশা. . .
বন্ধু মানে জীবনটা মোর তোর জন্যই রাখা. . .
বন্ধু মানে
কবি : সাইফুদ্দিন মাহমুদ
বন্ধু মানে বলতো কি?
বন্ধু মানে পাশে থাকা
বন্ধু মানে হৃদয়ে হৃদয়ে রাখা,
বন্ধু মানে ঝগড়া বিবাদ
বন্ধু মানে হাসি খুশির বাঁধ।
বন্ধু মানে বলতো কি?
বন্ধু মানে আকাশের মেঘ
বন্ধু মানে বাতাসের বেগ,
বন্ধু মানে মেঘলা আকাশে বৃষ্টি
বন্ধু মানে নতুন পরিবেশ সৃষ্টি।
বন্ধু মানে বলতো কি?
বন্ধু মানে নেই কোন কিছুর আশা
বন্ধু মানে শুধুই ভালবাসা,
বন্ধু মানে যা খুশি তাই
বন্ধু মানে আপন ভাই।
বন্ধু মানে বলতো কি?
বন্ধু মানে উত্তপ্ত রোধ
বন্ধু মানে একগাল ক্ষোভ,
বন্ধু মানে একসাথে পথফেরা
বন্ধু মানে একসাথে বাঁচামরা।
বন্ধুত্ব মানে কি?
কবি : মোহাম্মদ আকতার উজ জামান মুন্না
বন্ধু মানে কি?
বুঝতেই পারিনি।
বন্ধু মানেই কি
সুখ-দুঃখের সমান সমান ভাগ,
বন্ধু মানেই কি
একসাথে পথ চলা
এক সুরে কথা বলা
মনের গভীরে অজানা এক ডাক।
তাহলে কেন সামান্য বিষয়ে
বন্ধুত্বে ধরবে ফাটল,
বন্ধুর সুখে হাসবে না আর
দুঃখে আসবে না চোখ ফেটে জল।
সবই কি আমার ভুল ধারণা
জানিনা, হয়ত ঠিক, হয়ত বা ভুল,
তবুও সবার মনে উঠুক ফুটে
বন্ধুত্বের ফুল।
অনেকেই জানে, আবার অনেকে জানে না
দিতে বন্ধুত্বের মান,
তবুও সবার প্রতি রইল বন্ধুত্বের আহবান।
বন্ধু মানে
কবি : সৌরভ শুভ (কৌশিক )
বন্ধু মানে রোদেলা দুপুরে একটু শীতল ছায়া
বন্ধু মানে রোগীর প্রতি চিকিৎসকের মায়া।
বন্ধু মানে শীতের ভোরে রোদের উঞ্চতা পাওয়া
বন্ধু মানে বোরিং ক্লাসে বন্ধুর প্রঙ্ িদেওয়া।
বন্ধু মানে লংড্রাইভে ঘুরতে বেড়ানো
বন্ধু মানে অন্যের কাছে বন্ধুর দোষ লুকানো।
বন্ধু মানে মোবাইলে কখনো মিস কল না দেয়া
বন্ধু মানে হোটেলের বিল এগিয়ে নিয়ে নেয়া।
বন্ধু মানে সারাজীবন একসাথে পথ চলা
বন্ধু মানে ইচ্ছেমতো মনখুলে কথা বলা।
বন্ধু মানে সুখেদুখে একসাথে থাকা
বন্ধু মানে গরমকালে তালের হাতপাখা।
বন্ধু মানে ভেদাভেদ ভুলে দূরহতে কাছে আসা
বন্ধু মানে গরীবের প্রতি ধনীর ভালবাসা।
বন্ধু মানে নিঃসঙ্গতাকে একটু সঙ্গ দেয়া
বন্ধু মানে এতিমকে কাছে টেনে নেয়া।
বন্ধু মানে বাসের ভিড়ে সিট ছেড়ে দেয়া
বন্ধু মানে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়া।
বন্ধু মানে বন্ধু দিবস,বন্ধু প্যাকেজ ঘোষনা
বন্ধু মানে বন্ধু খোঁজা,ওয়েবসাইটে বন্ধুর ঠিকানা।
বন্ধু মানে আমার হাতের ছোট্ট মোবাইল খানা
বন্ধু মানে অনেক বিশাল সবটুকু নেই জানা।
বন্ধু মানে বন্ধু জানে বন্ধু মানে কি
বন্ধু ছাড়া তোমার আমার একদিনও চলে কি!
No comments